মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মির্জাগঞ্জে নদীতে খাচাঁয় মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
মির্জাগঞ্জে নদীতে খাচাঁয় মাছ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে
হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মির্জাগঞ্জের খাল-বিল,নদ-নদী এবং নালাবেষ্টিত এ জনপদের মুক্ত জলাশয়গুলোয় এক সময়ে বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেলেও এখন সে চিত্র ভিন্ন।
আর এসব প্রাকৃতিক মাছ প্রায় বিলুপ্ত হওয়ায় মাছ চাষে নানা পদ্ধিতি অবলম্বন করছে জেলেরা। দীর্ঘদিন ধরে নানা পদ্ধিতিতে মাছ চাষ করা হলেও প্রযুক্তিগত উৎকর্ষতার কারনে বর্তমানে যোগ হয়েছে আধুনিক কালে খাচাঁয় মাছ চাষ ক্রমাগতভাবে জনপিয় হয়ে উঠছে।
বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারে খাচাঁ স্থাপন করে অধিক ঘনত্বে বানিজ্যেক ভাবে মাছ উৎপাদনের প্রযুক্তি হলো খাচাঁয় মাছ চাষ। এ পদ্ধিতে সারা বছর মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়ানো সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশেষ করে এ অঞ্চলের মৎস্যজীবি ও দরিদ্র জেলেগোষ্ঠী শুধু খাল বা নদী থেকে প্রাকৃতিমাছ আহরন করে জীবিকা নির্বাহ করে থাকেন। এসব মৎস্যজীকে সংগঠিত করে মাছের উৎপাদন বাড়াতে এই পদ্ধতি সহায়ক ভূমিকা পালন করবে। সেই সঙ্গে বছরের নিদিষ্ট সময়ে বিশেষ করে নদীর প্রাকৃতিক মৎস্য প্রজাতিগুলোর প্রজনন মৌসুমে তাদের নিবৃত্ত করে নদীর প্রাকৃতিক মাছের মজুদ বাড়ানো ও বিভিন্ন মাছের প্রজাতির ধংশের হাত থেকে রক্ষা করা সম্ভব।
মির্জাগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে‘ ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তিগত সেবা সম্প্রসারন প্রকল্পের আওতায়’(দ্বিতীয় পর্যায়ে) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীতে খাচাঁয় মাছ চাষ শুরু করা হয়েছে। এজন্য মহিষকাটা এলাকার শ্রীমন্ত নদীর তীরের ২০ সদস্য বিশিষ্ট্য মাছ চাষী কমিটি গঠন করা হয়েছে। গতবারে উপজেলার একই নদীর মরহুম ইয়ার উদ্দিন খলিফা(রঃ) ব্রীজের নিচে পরিক্ষামূলক ভাবে খাচাঁয় মাছ চাষের উদ্বোধন করা হয়।
প্রাকৃতিক মাছ বিলুপ্তির কারনে এ এলাকার মানুষজন ঝাইল দিয়ে,ঘের করে বা আলাদাভাবে জলাবদ্ধতা তৈরী করে মাছের চাষ করে আসছিলন। মহিষকাটা বাজারের স্থানীয় বিশিষ্ট্য সমাজসেবক মোঃ জলিলুর রহমান বলেন,এক সময়ে এ এলাকাছিল মাছে ভরপুর। খাল বা জমির মধ্যে সামান্য চেষ্টাতেই মিলত অনেক মাছ। পানির স্তর কমে যাওয়ায় বিলুপ্ত হয়ে গেছে বহু প্রজাতীর দেশীয় মাছ। উপজেলার মহিষকাটা বাজার সংলগ্ন প্রবাহমান শ্রীমন্ত নদীতে ১০টি খাচাঁয় মাছ চাষ শুরু হয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা বলেন, উপজেলায় খাচাঁয় মাছ চাষের জন্য একটি প্রকল্প শুরু করা হয়েছে। এ জন্য প্রতি প্রকল্পের জন্য ২০ সদস্য বিশিষ্ট্য চাষীগ্রুফ গঠন করা হয়েছে।
এরাই মাছের দেখাশুনার কাজ করছে। প্রতিটি প্রকল্পে ২ লাখ টাকা খরচ করা হবে। যার মধ্যে সরকারি ভাবে দুই লাখ টাকা দিয়ে খাচাঁ কেনা,স্থাপনা, বাশঁ,দড়ি,ড্রাম ও মাছের পোনা সরবরাহ করা হয়েছে।
মাছের রক্ষাবেক্ষন ও খাদ্য সরবরাহের জন্য খরচ চাষি গ্রুফ বহন করবে। যাতে আরো দুই লাখ টাকা করে খরচ হবে বলে ধারনা করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবান হলে ওই এলাকার মাছের চাহিদা কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে।