মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে চোর সন্দেহে অজ্ঞাত কিশোরকে পিটিয়ে হত্যা
গৌরীপুরে চোর সন্দেহে অজ্ঞাত কিশোরকে পিটিয়ে হত্যা
ময়মনসিংহ অফিস :: (১১ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.০৫মি.) ময়মনসিংহের গৌরীপুরে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় এক কিশোর(১৫)কে খুঁটির সাথে বেঁধে বেধড়ক পিটিয়ে হত্যার পর লাশ গুম করে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
গৌরীপুর উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে ডৌহাখলা ইউনিয়নে চরশ্রীরামপুর এলাকায় গাউছিয়া নামে একটি মৎস্য হ্যাচারিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
তবে ঘটনাটি সকালের দিকে ঘটলেও গণমাধ্যমকর্মীরা জানতে পারে রাত ৯টার দিকে। ঘটনাস্থলের লোকজন মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে স্থানীয় সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেন।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি সকালে ঘটলেও আমি শুনেছি সন্ধ্যার দিকে। এ খবর জানার পর পুলিশ অভিযান শুরু করেছে।’
স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলার চরশিরামপুর এলাকায় অজ্ঞাত এক কিশোরকে গতকাল সোমবার সকালে চোর সন্দেহে আটক করেন গাউসিয়া মৎস্য হ্যাচারির মালিক ও স্থানীয় আ.লীগের কর্মী আক্কাস আলী।
পরে হ্যাচারির সাইনবোর্ডের একটি খুঁটির সঙ্গে বেঁধে ওই কিশোরকে লাঠিসোঠা দিয়ে বেধড়ক পেটান আক্কাস আলীও তার কাজের ছেলে কাইয়ুমসহ অন্যান্য সাঙ্গপঙ্গরা। পরে হত্যা করে লাশ গুম করে ফেলে। কিন্তু যাকে মারধর করে হত্যা করা হয়েছে তাকে এলাকার কেউ চেনে না।’ তবে এ ব্যাপারে স্থানীয়রা ভয়ে আর কিছু বলতে নারাজ।
ইউপি চেয়ারম্যান শহীদুল হক সরকার বলেন, ঘটনা সত্য।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহাম্মদ জানান, এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।