মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি‘র পুজা মন্ডবে দেওয়া হয়েছে পুলিশ সেবা
পানছড়ি‘র পুজা মন্ডবে দেওয়া হয়েছে পুলিশ সেবা
পানছড়ি প্রতিনিধি :: (১১ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৪.২৭মি.) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে, আইন শৃংখল্যা পরিস্থিতি রক্ষার্থে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা‘র ৯টি পূজা মন্ডবে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাাসন ও পুলিশ প্রশাসন।তারই অংশ হিসাবে পুলিশ এর নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রেরণ করা হয়েছে প্রতিটি পূজা মন্ডবে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুর ১২টায় থানা মাঠে প্রতিটি মন্ডবে ৫-৬জন পুলিশ ও ৮জন করে আনসার ভিডিপি‘র সদস্য এর সম্মনয়ে প্রেরিত এই বাহিনী কাজ করবে।
আইন শৃংখ্যলা বাহিনী প্রেরণ কালে পানছড়ি থানা অফিসার্স ইনচার্স (ওসি) মো. মিজানুর রহমান নিরাপত্তা বাহিনীর উদ্দ্যেশে বলেন, পুজা মন্ডব ও জনগনের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। তাই এই দায়িত্ব পালনকালে কারো সাথে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
কোন প্রকার নেশা, জুয়া‘র প্রতি মনোযোগ দেওয়া যাবে না আহবান জানিয়ে তিনি আরো বলেন, মা বোনদের প্রতি খারাপ কোন দৃষ্টিতে তাকানো যাবে না। আপনার আচরণই আপনার সম্মান ভয়ে আনবে উল্লেখ করে তিনি আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্র দায়িত্ব পালনকালে মনে রাখতে হবে। আর কেউ যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন না করে তবে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে থানা অফিসার্স ইনচার্স (ওসি) মো. মিজানুর রহমান এই প্রতিবেদককে বলেন, দূর্গা পুজা উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে, তার মধ্যে ১ম স্তরে মন্দিরের ভেতরে পোশাক পরিহিত নিরাপত্তা বাহিনী, ২য় স্তরে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী এবং ৩ স্তরে পোশাক পরিহিত অবস্থায় টহল দল।
এছাড়াও এ সকল টিমকে দেখা শোনার জন্য পুলিশের কর্মকর্তারা নিরলসভাবে মনিটরিং করছে। কোথাও কোন প্রকার গাফিলতি রাখা হয়নি।
এছাড়াও কেউ কোন প্রকার গাফিলতি বা আইন শৃংখ্যলা অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।