বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পর্যটন » বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত
বগুড়া প্রতিনিধি :: (১২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) ‘টেকসই পর্যটন-উন্নয়নের উপাদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার সকালে বগুড়া পর্যটন মোটেল চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি উদ্বোধন করেন বগুড়া পর্যটন মোটেলের ব্যবস্থাপক জনাব সৈয়দ তরিকুল ইসলাম।
র্যালিটি ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী ও ফুলদীঘি এলাকা হয়ে জাহাঙ্গীরাবাদ সেনানিবাস এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বগুড়া পর্যটন মোটেল ব্যবস্থাপক সৈয়দ তরিকুল ইসলাম বলেন, সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় বগুড়া পর্য়টন শিল্পের নতুন সম্ভাবন দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বগুড়া অর্থনীতিতে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এই ব্যাপারে বগুড়া ট্যুরিস্ট ক্লারের ভূমিকাও নতুন নান্দনিকতা তৈরি করবে।
বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাগর এবং সাধারণ সম্পাদক একেএম ইজহারুল হক জিহাদের সার্বিক তত্বাবধানে আয়োজিত র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন পর্যটন মোটেলের উপ-ব্যবস্থাপক ছালেম শেখ, বগুড়া ট্যুরিষ্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মাহফুজ রহমান, জিয়াউল হক জুয়েল, জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া ও রায়হানুল হক রকি প্রমুখ।