শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে সাগর হত্যার প্রধান আসামি আক্কাস ভৈরবে গ্রেফতার
ময়মনসিংহে সাগর হত্যার প্রধান আসামি আক্কাস ভৈরবে গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (১৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মি.) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চোর সন্দেহে সাগর (১৬) নামে এক কিশোরকে খুটিঁর সাথে বেঁধে নির্মম ভাবে পিটিয়ে নির্যাতন করে হত্যার অভিযোগে অভিযুক্ত মূল আসামি আক্কাস আলীকে ভৈরব থেকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে ভৈরবের শম্ভুপুর রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১৪।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৪ এর কমান্ডিং অফিসার নাজমুল আরেফিন পলাশ বলেন, আক্কাসকে রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করে সকালে ময়মনসিংহে পাঠিয়ে দেয়া হয়। সেখানে আক্কাস র্যাব হেফাজতে রয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ র্যাব-১৪ এর মিডিয়া শাখার পক্ষ থেকে আজ শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার আহামেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হত্যাকান্ডের ঘটনায় সাগরের বাবা শিপন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং চার/পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তার আগে এ ঘটনায় পুলিশ ফজলুর রহমান (৪০) ও রিয়াজ উদ্দিন রিজু (৫০) নামে দুইজনকে গ্রেফতার করে।