শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে উখিয়ার বৌদ্ধরা
রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে উখিয়ার বৌদ্ধরা
পলাশ বড়ুয়া, উখিয়া প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) মিয়ানমার থেকে পালিয়ে আসা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্য প্রদানের মাধ্যমে মানবিক পৃথিবী গড়তে উখিয়ার বৌদ্ধ সমাজের পাশাপাশি বিশ্ব বৌদ্ধদের প্রতি আহবান জানিয়েছেন শ্রীমৎ কুশলায়ন মহাথের।
এ সময় তিনি রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ সহ মিয়ানমার সরকারের এহেন ঘৃণ্য কর্মকান্ডের প্রতিও উখিয়া বৌদ্ধ সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছেন।
২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উখিয়া ভিক্ষু সমিতি ও বৌদ্ধ প্রতিনিধিদের নিয়ে ”প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন” বিষয়ক যৌথ সভায় উখিয়ার উপজেলার মধ্যরত্না রত্নাকুর বৌদ্ধ বিহারে শ্রীমৎ এস. ধর্মপাল মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি কথা গুলো বলেন।
এ সময় তিনি আরো বলেন, এবার প্রবারণা পূর্ণিমায় সারাদেশের ন্যায় উখিয়ায় ফানুস উড়ানো হবে না। মানবিক সহযোগিতায় এবারের ফানুসের টাকা দান করা হবে রোহিঙ্গাদের মাঝে। তাছাড়া তিনমাস বর্ষাব্রত শেষে বিহারগুলোতে অনুষ্ঠিতব্য কঠিন চীবর দানের দিনব্যাপী অনুষ্ঠানমালাকে অর্ধদিবস করারও সিদ্ধান্ত নেয় সভায়।
এ সময় সকল ধর্মের মানুষের প্রতি সহনশীল মনোভাবের মাধ্যমে দেশের শান্তি সম্প্রীতি অটুট রাখারও আহবান জানিয়েছেন সভাপতি শ্রীমৎ এস. ধর্মপাল মহাথেরো।
সভায় বক্তারা বলেন, আজ ২৯ ও ৩০ সেপ্টেম্বর ভয়াল সেই ক্ষণ। রামু ও উখিয়া, পটিয়া সহ বিভিন্ন বৌদ্ধ পল্লীতে সহিংসতার পাঁচ বছর অতীত হয়েছে। আস্থার সংকট কেটে গেছে অনেকটা। তবে মামলার বিষয়ে কিছুই জানেনা বৌদ্ধ সম্প্রদায়। তবে আইনী কার্যক্রম নিয়ে অসন্তোষ বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে।
ভিক্ষু সমিতির মহাসচিব শ্রীমৎ জ্যোতি প্রিয় থেরো’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঐতিহাসিক রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহারের পরিচালক কে.শ্রী জ্যোতি সেন থের, শিক্ষক হেমন্দ্র লাল বড়ুয়া, শিক্ষক বকুল বড়ুয়া, শিক্ষক তুষার বড়ুয়া ও পরিতোষ বড়ুয়া প্রমুখ।