শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » বিশ্বনাথে বিদ্যুতায়নের উদ্বোধন
বিশ্বনাথে বিদ্যুতায়নের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় পার্টি গরীব মানুষের দল। জাতীয় পার্টির দেশের শান্তি, উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাসী। আমাদের চিন্তাধারা ৬৮হাজার গ্রামের উন্নয়ন করা। তিনি বলেন, জোট হউক আর ভোট হউক আমরা নির্বাচনের মাঠে ছিলাম, মাঠেই আছি আর আগামীতেও মাঠে থাকবো। আমি চলে যাওয়ার জন্য এমপি নির্বাচিত হইনি। ইনশাআল্লাহ লাঙ্গল প্রতীক নিয়েই আগামিতেও নির্বাচনে অংশগ্রহন করবো। দেশের সর্বস্থরের মানুষকে বিদ্যুৎ সেবা প্রদান করছে সরকার। কোন পরিবারই আর বিদ্যুৎ সেবা পাওয়া থেকে বঞ্চিত থাকবেন না। বিদ্যুতের আলোয় আলোকিত হবে সারা দেশ।
তিনি গতকাল শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্তিশ (নোয়াগাঁও) গ্রামে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ব্যয়ে ০.৭৯১ কিলোমিটার বিদ্যুতায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এর ফলে গ্রামের আরোও ২৫টি পরিবার নতুন করে বিদ্যুৎ সেবার আওতায় আসলেন।
দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাবেক সভাপতি এস এম শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী।