শনিবার ● ৩০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
বিশ্বনাথে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৩মি.) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২৩টি (সার্বজনীন ২০টি ও ব্যক্তিগত ৩টি) মন্ডপে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনস্থ বাসিয়া নদীতে ‘বিশ্বনাথ সদর ও জানাইয়া সার্বজনীন পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন কার্যক্রমের শুরু হয়। এরপর একে একে উপজেলায় অনুষ্ঠিত সবকটি মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়।
প্রতিমা বিসর্জনের সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল হক, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, উপজেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য প্রমুখ।
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় প্রশাসন, এলাকার সাবেক-বর্তমান জনপ্রতিনিধি’সহ সর্বস্তরের উপজেলাবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা পূজা উপযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পাল ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য।