সোমবার ● ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » ক্রীড়ামোদি দর্শকদের মন কাড়বে সিলেটের লাক্কাতুরা চা বাগান
ক্রীড়ামোদি দর্শকদের মন কাড়বে সিলেটের লাক্কাতুরা চা বাগান
হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৯ মি.) সবুজ শ্যামল অপরুপ নান্দ্যিকতায় ভরা “দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট। দেশের প্রায় ৯০ শতাংশ চা দ্বিতীয় লন্ডনখ্যাত সিলেটে উৎপন্ন হয় বলে সিলেটকে দুটি পাতা একটি কুঁড়ির দেশ বলা হয়।
চা-পাতার রাজ্য সিলেটে এবার আয়োজন হচ্ছে বাংলাদেশ প্রিমিয়াল লিগ ক্রিকেট(বিপিএল)। এবারের বিপিএল খেলা দেখতে আসা দেশী-বিদেশী হাজারো দর্শকদের মন কাড়তে পারে সিলেটের স্টেডিয়াম বেষ্টিত ঐতিহ্যবাহী লাক্কাতুরা চা বাগান।
নীল আকাশের নিচে সবুজের গালিচা, মনে হবে এখানে প্রকৃতি যেন সেজেছে তার আপন মহিমায়। এ যেন অন্যরকম সবুজের চাষাবাদ। কোলাহল মুক্ত নির্জনতায় যান্ত্রিক দূষণ ছাড়া লাক্কাতুরা চা বাগান যেন প্রকৃতির সবুজ স্বর্গরাজ্য।
সারি সারি টিলায় সবুজের চাষাবাদে মাঝে মাঝে রাবার গাছগুলোর অপরুপ সৌন্দর্যে লাক্কাতুরা চা বাগানকে করে তুলেছে আরও বেশী আকর্ষণীয়।
লাক্কাতুরা চা বাগানের পাহাড়ের কিনার ঘেষে বয়ে গেছে ছোট ছোট মেঠোপথ। একটু হেটে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন ছোট ছোট জনপদ আর বাগানিদের তৈরি বালু মাটি দিয়ে হলদে ছোট ছোট দৃষ্টি নন্দন মাটির ঘর। এসব দেখে দৃষ্টি আকৃষ্ট হবে যে কারো।
এমন ভিন্নরকম অন্তহীন সৌন্দর্যে একাকার হয়ে আছে সিলেটের ঐতিহ্যবাহী লাক্কাতুরা চা বাগান। আগামী নভেম্বরে সিলেটে উদ্ভোধন হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়ার আসর বিপিএল। এ বিপিএল দেখতে আসা দর্শকরা মন আনন্দে উপভোগ করতে পারবে প্রাকৃতিক সৌন্দর্যের মোহনীয় রুপ।