মঙ্গলবার ● ৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » শান্তিজ্যোতি মহোস্থবির পরলোকগমণ করেছেন
শান্তিজ্যোতি মহোস্থবির পরলোকগমণ করেছেন
রাউজান প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৯ মি.) সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের অন্যতম ব্যক্তিত্ব, তিনি ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় হতে পালি সাহিত্যে (এম.এ) ডিগ্রিধারী লাভ করেন। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় পশ্চিম গহিরা শান্তিময় বিহারের বিহারাধ্যক্ষ শ্রীমৎ শান্তিজ্যোতি মহোস্থবির (৪৫) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গতকাল ২ অক্টোবর রাত ১১.২০ মিনিটে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ ন্যাশানাল হাসপাতালে পরলোকগমন করেন (অনিচ্চা বথ সাংখারা)।
গতকাল রাতেই চট্টগ্রাম ন্যশানাল হাসপাতাল থেকে শ্রীমৎ শান্তিজ্যোতি মহোস্থবিরের মরদেহ নিজ বিহার পশ্চিম গহিরা শান্তিময় বিহারে নিয়ে আসা হয়।
শান্তিজ্যোতি মহোস্থবির অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশ থাকা শুভাকাঙ্খীসহ বৌদ্ধ সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।
তার শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে আজ ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টায় পশ্চিম গহিরা শান্তিময় বিহারের এক জরুরী সভা আহবান করেছে সংঘরাজ ভিক্ষু মহামন্ডল ও বিহার পরিচালনা কমিটি।
সভায় জেলার অন্য বিহারের বিহারাধ্যক্ষগণ উপস্থিত থাকবেন।