বৃহস্পতিবার ● ৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীতে মাদকের আমদানী ও বিক্রি বন্ধ হচ্ছেনা
ঈশ্বরদীতে মাদকের আমদানী ও বিক্রি বন্ধ হচ্ছেনা
বাপ্পি রায়হান,ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) পুলিশ,ডিবি পুলিশ, র্যাব, এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অব্যাহত অভিযানের পরও ঈশ্বরদীতে মাদকের আমদানী ও বিক্রি বন্ধ হচ্ছেনা। মাদক ব্যবসায়ীরা মাঝে মধ্যেই কৌশল ও রুট পরিবর্তণ করে ইয়াবা,ফেন্সিডিল,হেরোইন,দেশী-বিদেশী মদ ও গাঁজা আমদানী করছে। এতে ক্রমান্বয়ে যুব সমাজ এডিক্টেড হয়ে ধংসের দিকে এগিয়ে যাচ্ছে। এসব নেশার ছোবল থেকে মেয়েরাও রক্ষা পাচ্ছেনা। অনেক পরিবারের মেয়ে ও শিক্ষার্থীরাও আক্রান্ত হয়ে পড়েছে। ফলে প্রায় প্রতিদিনই কোননা কোন পরিবারে মাদকাশক্ত ছেলে-মেয়ের জন্য মহাদূর্যোগের সৃষ্টি হচ্ছে।
বিভিন্ন এলাকার ভুক্তভোগী,প্রত্যক্ষদর্শী ও মাদক ব্যবসায়ীদের একাধিক সূত্রের দেওয়া তথ্যমতে,সংশ্লিষ্ট প্রশাসনের মাদক বিরোধী তৎপরতা বৃদ্ধি হলেই মাদক আমদানী কারক ও বিক্রেতারা কৌশল এবং রুট পরিবর্তণ করে। ঈশ্বরদী শহরে সাম্প্রতিক সময়ে পুলিশের মাদক বিরোধী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের আমদানী -বিক্রির কৌশল ও রুট পরিবর্তণ হয়েছে। তারা চারঘাট,বাঘ, লালপুর হয়ে পদ্মানদী দিয়ে পাকশী ও তিলকপুরে এবং বিভিন্ন ট্রেন রুটে মেথরপাড়াসহ ঈশ্বরদীর বিভিন্ন অঞ্চলে মাদক আমদানী করছে। পরে সে সব স্থান থেকে মেথরপাড়াসহ ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।
গডফাদারদের ক্যারিয়ার হিসেবে কিছু মহিলা ও জিন্সপ্যান্ট পড়া কিছু যুবক রয়েছে। এসব মহিলাদের বেশীরভাগ বাসাবাড়ি ব্লাকপাড়া,মেথরপাড়া ও লোকোসেড এলাকায়। সুত্রমতে,সংশ্লিষ্ট সংস্থার কতিপয় সদস্যের সাথে মাসিক চুক্তি থাকায় রেলগেট এলাকার অজয়-বিজয়সহ বাজারের একাধিক দোকানে দেশীবিদেশী মদ বিক্রি বন্দ হচ্ছেনা। ভুক্তভোগীরা এসব আমদানী ও বিক্রি বন্দে ঈশ্বরদীর এডিশনাল এসপি ও ওসির হস্তক্ষেপ কামনা করেছেন।