রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল
মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা ..লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, মানুষের কল্যাণে কাজ করায় জন্মের সার্থকতা, কবি-সাহিত্যিকগণ সর্বদা মানুষের জন্য কাজ করেন ৷ আধুনিক সমাজ উন্নয়নে লেখকরা সহায়ক ভূমিকা পালন করছে ৷ ২১ নভেম্বর কবি মুহাম্মদ মাসুম বিলস্নাহ্’র ৪৪তম জন্মদিন উপলক্ষে ঢাকার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ” আধুনিক সমাজ উন্নয়নে একজন লেখকের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ৷ তিনি আরো বলেন বাসযোগ্য নিরাপদ সমাজ গঠনে দেশীয় সংস্কৃতির বিকাশ প্রয়োজন ৷ তিনি বলেন, আধুনিক উন্নত সমাজ গড়ে তুলতে নান্দনিক সৃজনশীল সাহিত্য চর্চা বাড়াতে হবে ৷
অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আলী মু. লিয়াকত৷ আলোচনায় আরো বক্তব্য রাখেন কবি আল মুজাহিদী, কবি কাজী রোজী এম.পি, কবি আসলাম সানী, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, কবি ক্যামেলিয়া আহম্মেদ প্রমুখ ৷ অনুষ্ঠানে অতিথিগণ সকলকে সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন ৷ পরিশেষে, এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ৷