রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাকা চৌধুরী ও মুজাহিদের ক্ষমাপ্রার্থনার নিয়ে কোনো সন্দেহ নেই - তথ্যমন্ত্রী হাসানুল হক
সাকা চৌধুরী ও মুজাহিদের ক্ষমাপ্রার্থনার নিয়ে কোনো সন্দেহ নেই - তথ্যমন্ত্রী হাসানুল হক
ঢাকা প্রতিনিধি :: বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ক্ষমাপ্রার্থনার আবেদন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, ‘তারা অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেছেন। রাষ্ট্রপতি তা নাকচ করে দিয়েছেন। সরকার সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করেছে।’
আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে রায় কার্যকরের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এ বিচার হয়েছে বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, ‘সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে আইন অনুযায়ী এই বিচার হয়েছে। ১৯৭১ সালে যে অপরাধ হয়েছে, তার বিচার হয়েছে এখন। এটাকে ২০১৫ সালের চোখে দেখলে হবে না। এটাকে দেখতে হবে ১৯৭১-এর চোখে। এবং সে অনুযায়ীই এই বিচার প্রক্রিয়াকে বিবেচনা করতে হবে।’
এই বিচারে রাজনৈতিকভাবে দণ্ড দেওয়া হয়েছে আইনগতভাবে না, বিএনপির এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক নেতার বিচার হয়নি। বিচার হয়েছে অপরাধীর অপরাধের।