রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আন্তর্জাতিকমানের মৎস্যখাদ্য নিশ্চিত করতে পারলে দেশে চিংড়ি বিপ্লব সম্ভব - বানিজ্যমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব
আন্তর্জাতিকমানের মৎস্যখাদ্য নিশ্চিত করতে পারলে দেশে চিংড়ি বিপ্লব সম্ভব - বানিজ্যমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব
কক্সবাজার প্রতিনিধি :: আন্তর্জাতিকমানের মৎস্যখাদ্য নিশ্চিত করতে পারলে দেশে চিংড়ি বিপ্লব সম্ভব বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আহসান আব্দুল্লাহ। ‘গুড অ্যাকোয়া কালচার প্র্যাক্টিস’ অনুসরণে বাগদা চিংড়ি হ্যাচারী ব্যবস্থাপনা বিষয়ে হ্যাচারী মালিক, ব্যবস্থাপক, টেকনিশিয়ান, দক্ষ কর্মী ও পোনা ব্যবসায়ীদের নিয়ে দুইদিনের কর্মশালায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মৎস্য খাতকে আরো উন্নত ও আধুনিক করতে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন (ফোয়াব) বাংলাদেশ আয়োজিত দুই দিনের কর্মশালার ২২ নভেম্বর রবিবার ছিল সমাপনী। এতে হাতে কলমে প্রশিক্ষণ নেয় হ্যাচারী পরিচালনা সংশ্লিষ্ট ৫০ ব্যক্তি। সমাপনী দিনে তাদের হাতে কৃতিত্বের সনদ তুলে দেন অতিথিরা।
ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন (ফোয়াব) বাংলাদেশ’র সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিইজিপি প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল মালেক, জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা (সদর) ড. মো. মঈন উদ্দিন আহম্মদ, সিলভিয়া হ্যাচারীর টেকনিশিয়ান মো. ইব্রাহিম, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) সাধারণ সম্পাদক এসএম বাবর প্রমুখ। দুই দিনের কর্মশালার সার্বিক বিষয়ে সমন্বয় করেন ফিশ ফার্ম ওনার্স এসোসিয়েশন বাংলাদেশ (ফোয়াব)’র সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মো. শহিদুল ইসলাম।
আপলোড : ২২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২২ মিঃ