শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জাল জন্ম সনদ তৈরির সময় মিয়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু আটক
জাল জন্ম সনদ তৈরির সময় মিয়ানমারের নাগরিক বৌদ্ধ ভিক্ষু আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯ মি.)বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় জাল জন্ম সনদ তৈরির সময় হাতেনাতে মিয়ানমারের একজন বৌদ্ধ ভিক্ষুকে আটক করা হয়েছেন।
বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে সন্ত্রাসী কার্যকলাপ করার অভিযোগে মিয়ানমারের এক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আজ ৭ অক্টোবর শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিয়ানমারের সন্ত্রাসী হ্লাথোয়াই মারমা (৩৫) কে বান্দরবান জেলহাজতে পাঠিয়েছে।
নিজের নাম ‘রাজসেনা’ পরিচয় দিয়ে ও জাল জন্ম সনদ এবং কাগজপত্র তৈরি করে ভোটার হওয়ার চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সে গ্রেফতার হন।
জানা গেছে, মিয়ানমারের রাখাইন প্রদেশের চিথুই জেলার কেওয়াকতো থানার খগডুক গ্রামের মংথেনু মারমার ছেলে হ্লাথোয়াই মারমাকে সরই কম্পোনীয়া এলাকা থেকে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আইন শৃঙ্খলা বাহিনী গতকাল শুক্রবার রাতে আটক করে লামা থানায় সোপর্দ করে।
ইউপি মেম্বার মো. নাছির উদ্দিন জানান, সরই ইউনিয়নের কম্পোনীয়া রেথোয়াই পাড়াস্থ বৌদ্ধ কেয়াং এর ভান্তে হিসাবে গত এক বছর যাবৎ ঐ এলাকায় অবৈধভাবে বসবাস করে আসছে। সে পাহাড়ী সন্দেহভাজন লোকজনের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মর্মে স্থানীয় জনসাধারণের সন্দেহ হয়। জাল জন্ম সনদ ও কাগজপত্র তৈরি করে ভোটার হতে চাইলে বিষয়টি ধরা পড়ে।
বাংলাদেশের নাগরিক হিসাবে কোনো ধরণের কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই ।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, হ্লাথোয়াই মারমার বিরুদ্ধে বৈদেশিক নাগরিক বিষয়ে আইন ১৯৪৬ এর ১৪ ধারায় স্থানীয় ইউপি মেম্বার নাছির উদ্দিন এজাহার দায়ের করেছেন।