রবিবার ● ২২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১১৪ জন
নাইক্ষ্যংছড়িতে প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম দিনেই অনুপস্থিত ১১৪ জন
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :: পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সারা দেশের ন্যায় শুরু হয়েছে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা।প্রথম দিনেই অনুপস্থিত ১১৪ জন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন, পুরো উপজেলায় ৭ টি কন্দ্রে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রগুলোতে উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও আইন শৃংখলা রক্ষার্থে পুলিশের টিম প্রস্তুত রয়েছে। পাশা পাশি প্রাথমিক চিকিৎসার জন্য সহকারী মেডিকেল অফিসারেরা দায়িত্ব পালন করছেন।
২২ নভেম্বর রবিবার সকাল ১১ টার সময় শুরু হওয়া সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় সর্ব মোট ১৭৮২ জন পরীক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও পরীক্ষায় অংশ গ্রহন করেছেন ১৬৬৮ জন।অনুপস্থিত রয়েছে এবতেদায়ী এবং সমাপনী পরীক্ষায় ছাত্র ৭৪ জন ও ছাত্রী ৪০ জন সর্বমোট অনুপস্থি রয়েছে ১১৪ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মো:শাহেদুল ইসলাম ও উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ নাইক্ষ্যংছড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের পর বলেন,সুষ্ঠ ও শান্তিপুর্ন এবং নকলমুক্ত পরিবেশে প্রাথমিক সমাপনী ও এবতেদায়ী পরীক্ষা চলছে।
যে কোন পরিস্থিতি এড়াতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো:আবুল খায়ের।
আপলোড : ২২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.২৮ মিঃ