রবিবার ● ৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » সরাইলে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের ২জনসহ নিহত-৪
সরাইলে সড়ক দূর্ঘটনায় হবিগঞ্জের ২জনসহ নিহত-৪
হবিগঞ্জ প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১২.৩৩ মি.) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় হবিগঞ্জের অগ্রদূত বাস ও ট্রাকের মু্েখামুখি সংঘর্ষে হবিগঞ্জের দুইজনসহ চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ ৮ অক্টোবর রবিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় এ দূঘর্টনা ঘটে।
নিহতরা হলেন : বাসের হেলপার হবিগঞ্জ জেলার শামসু মিয়ার ছেলে মমিন মিয়া (৪০), বাসের যাত্রী হবিগঞ্জের মাধবপুর উপজেলার তৈয়ব আলীর ছেলে শহিদ উদ্দিন (৩৮), আশুগঞ্জের আলমনগর গ্রামের আলামিন মিয়ার স্ত্রী পারভিন (৩৫) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুর নবী (৩ মাস)। সরাইল হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সকাল সাতটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় একটি যাত্রীবাহী বাস হবিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
এ সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মাছ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়া পথে শিশুসহ এক নারী মারা গেছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে ।