রবিবার ● ৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গির্জার ফাদার অপহরণ : ছাত্রলীগ নেতা সৌরভ ৩ দিনের রিমান্ডে
গির্জার ফাদার অপহরণ : ছাত্রলীগ নেতা সৌরভ ৩ দিনের রিমান্ডে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩ মি.) ঢাকার কাকরাইলের গির্জার ফাদার শিশির নাতালে গ্যাগারিওকে অপহরণ মামলায় গাজীপুরের টঙ্গী কলেজ ছাত্রলীগ নেতা শামস কবির সৌরভ (২৫)কে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল হাই ৮ অক্টোবর রবিবার এ আদেশ দিয়েছেন। এদিকে এ ঘটনায় জড়িত অপর কাউকে রবিবার পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, রবিবার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হাই রিমান্ড আবেদন শুনানি শেষে সৌরভের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকার কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের ফাদার শিশির গ্যাগারিওকে গত ২ অক্টোবর সোমবার টঙ্গীতে ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। পরে তিনি কৌশলে পালিয়ে যান।
টঙ্গী থানা পুলিশের পরিদর্শক মো. হাসানুজ্জামান জানান, এ ঘটনার মামলায় সোমবার রাতেই টঙ্গীর পাগার এলাকা থেকে সৌরভকে গ্রেফতার করা হয়। পরে ৩ অক্টোবর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়।
আজ রবিবার ওই আবেদনের শুনানির দিন ছিল। সৌরভ টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গির্জার ফাদার অপহরণে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর গত ৪ অক্টোবর বুধবার দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, সৌরভের বাবা গোলাম কবির দাবি করেন, তার ছেলে এ অপহরণের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তার সহকর্মী ও বন্ধুরা বিপদে পড়েছে এমন খবের পেয়ে সে বাস থেকে ঘটনাস্থলে ছুটে যায়। একপর্যায়ে তার বন্ধুরা ঘটনাস্থল থেকে কৌশলে চলে গেলে পরিস্থিতির শিকার হয় সৌরভ। পরে তাকে আটক করে অপহরণ মামলায় দেয়া হয়। তিনি তার ছেলের মুক্তি দাবি করেছেন।