সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » যৌতুকের টাকা না পেয়ে পাষান্ড স্বামী পেটাল স্ত্রী ও তার দু’ভাইকে
যৌতুকের টাকা না পেয়ে পাষান্ড স্বামী পেটাল স্ত্রী ও তার দু’ভাইকে
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৫৫ মি.) যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও তার দু’ভাইকে পিটিয়ে মারাত্মক জখম করেছে এক পাষান্ড স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুক লোভী স্বামীর নির্যাতনের শিকার হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন স্ত্রী লিলি খাতুন (৩০) এবং তার দু’ভাই আব্দুল কাদের (৪০) ও সাইদুল ইসলাম (২৭) ।
এদের মধ্যে বড় ভাই আব্দুল কাদেরের অবস্থার অবনতি হলে গতকাল রবিবার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১২ বছর আগে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর কন্যা লিলি খাতুনের বিয়ে হয় একই মহল্লার সেলেমান আলীর পুত্র আইয়ুব আলীর সাথে । বিয়েতে যৌতুক হিসেবে সে সময় বর পক্ষকে দেওয়া হয় ১৫ হাজার টাকা ও একটি টেলিভিশন।
এ ছাড়া বিভিন্ন সময় জামাই আইয়ুব আলীর নানা আবদার মিটিয়েছে আসছে স্ত্রীর দরিদ্র পরিবার। এভাবেই পেরিয়ে গেছে এক যুগ। তাদের ঘরে জন্ম নিয়েছে ৪ টি সন্তান। তারপরও মাঝে মধ্যেই নানা কারণে তাকে শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়।
ঘটনার দিন আইয়ুব আলী স্ত্রী লিলিকে আবারও তার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলে। সে তাতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে তার দু’ভাই আব্দুল কাদের ও সাইদুল বোনকে উদ্ধার করে হাসপাতালে নিতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় গ্রামের লোকজন ছুটে এসে আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসকেরা জানান, লিলির মাথায় মারাত্মক জখম হয়েছে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ইউপি সদস্য নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ঘটনায় নির্যাতিতা স্ত্রী লিলির পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।