সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জনদুর্ভোগ » মির্জাগঞ্জের গ্রামীন সড়কের বেহাল দশা
মির্জাগঞ্জের গ্রামীন সড়কের বেহাল দশা
পটুয়াখালী প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৩মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়কটির পুলেরহাট থেকে মহিষকাটা বাজারের বিভিন্ন স্থানে পিচ ঢালাই ও ইটের খোয়া উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টির পানিতে সড়কের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। এতে দুভোর্গে পড়েছে যাতায়াতকারী পথচারীরা। এ সড়কে প্রতিদিন ঘটছে কোন না কোন দুর্ঘটনা।
এই সড়কের পাশেই রয়েছে আমড়াগাছিয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ভুমি অফিস। এই বিদ্যালয়ের ছাত্র,ছাত্রী সহ বহু মানুষের যাতায়াতের পথ এটি । চলতি বর্ষা মৌসুমে খানা খন্দে ভরা এ সড়ক দিয়ে চরম ঝুকি নিয়ে সাধারন মানুষ ও যানবাহন চলাচল করে । দীর্ঘদিনে সড়কটি সংস্কার করা হয়নি।
এছাড়াও স্কুল,কলেজ,মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয় থাকায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষার্থীরা এই সড়কটি দিয়ে যাতায়াত করে থাকে। জনগুরুত্বপূর্ন সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না। এমনকি সড়কটি সরু থাকার কারনে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীসহ পথচারীরা হতাহতের ঘটনাও ঘটছে। তাই সড়কটি সংস্কার ও দুই পাশ সম্প্রসারণ করা একান্ত জরুরী হয়ে পড়ছে বলে জানান এলাকাবাসী।