সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে কর্মশালা : ব্যানারে বাংলা ইংরেজী শব্দ হ-য-ব-র-ল
পানছড়িতে কর্মশালা : ব্যানারে বাংলা ইংরেজী শব্দ হ-য-ব-র-ল
পানছড়ি প্রতিনিধি :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.) পরীক্ষা মূলক বাজার সংযোজন কার্যক্রম সম্পর্কে কর্মশালা খাগড়াছড়ির পানছড়িতে সম্পন্ন হয়েছে। ব্যানারে ছিল বাংলা ইংরেজি শব্দের ব্যবহার (হ-য-ব-র-ল অবস্থা), নামমাত্র উপস্থিতি ছিল কৃষকের। আজ ৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের সম্মেলন কক্ষে এই অবহিতকরণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং সম্মেলীত স্থায়ীত্ব উন্নয়ন (এসআইডি) ও পানছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তংচঙ্গার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, এশিয়া কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা মো. শাহজাহান।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
মো. মেহেদী হাসান পরিচালিত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা ও ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমূখ।
সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় দিনব্যাপী এই কর্মশালা।
ব্যানারে বাংলা ইংরেজী শব্দের সংমিশ্রণের বিষয়ে উপজেলা মাঠ বিদ্যালয়ের সম্মনয়কারী অতুল চাকমাকে প্রশ্ন করা হলে তিনি জেলা কর্মকর্তাদের উপর চাপিয়ে দিয়ে বলেন, প্রশ্ন গুলো উপজেলায় করলেনা কেন? এটা কৃষকদের নিয়ে করা হয়নি।