সোমবার ● ৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত-৭
নান্দাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত-৭
ময়মনসিংহ অফিস :: (২৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৭মি.) ময়মনসিংহের নান্দাাইলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এক এসআইসহ সাতজন আহত হয়েছে। গুরুতর আহতদের ময়মনসিংহ হাসপতালে ভর্তি ও স্থানীয় নান্দাইল হাসপাতালে চিকিৎসা দেয়া হয় বলে জানা গেছে।
আজ ৯ অক্টোবর সোমবার সকাল ১০টার দিকে নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় চার রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নান্দাইল শহীদ স্মৃতি কলেজে আগামী ২০ অক্টোবর নবীণ বরণ অনুষ্ঠান ও কনসার্ট করার জন্য চাঁদা তোলা শুরু হলে এতে বাঁধা দেয় পৌর ছাত্রলীগের কর্মীরা। বিষয়টি নিয়ে রবিবার কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুর সাথে প্রতিপক্ষের হাতাহাতি হয়। পরে এ থেকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হলে কলেজ ছাত্রলীগ নেতা মিঠু (২৪), জহিরুল ,(২৫) টিটু দে (২২), এরশাদ (২৩) এবং পৌর ছাত্রলীগ গ্রুপের আবু হানিফ(২৩)আহত হয়। পরে তাদের নান্দাইল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন দেয়া হয়। এরশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের সময় দায়িত্ব পালন কালে নান্দাইল মডেল থানার এসআই নুরুল হুদা, সাংবাদিক আলম ফরাজী আহত হলে তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।
অপর একটি সূত্রে জানা যায়, কলেজ ছাত্রলীগের সাথে পৌর ছাত্রলীগের ওই কলেজের কমন রুমে বসাকে কেন্দ্র করে পূর্ব থেকেই বিরোধ চলছিল। নবীণ বরণ অনুষ্ঠান কনসার্টের জন্য চাঁদা তোলা এবং কলেজের কমন রুমে বসা এসব বিষয়ের জের ধরে সোমবার সকালে কলেজ ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ কলেজের সামনের এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়ায়। পরে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের উপাধ্যক্ষ বাদল কুমার দত্ত এ ব্যাপারে বলেন, কলেজের কমন রুমে বসাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তবে কলেজে অনুষ্ঠানের নামে চাঁদা তোলার অনুমতি তারা কাউকে দেননি বলে তিনি জানান।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস আলী বলেন, কলেজের কমন রুমে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের ২ পক্ষ সংঘর্ষে জড়ালে এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করা হয়।