মঙ্গলবার ● ১০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চোলাই মদ ও গাঁজাসহ মহিলা আটক
চোলাই মদ ও গাঁজাসহ মহিলা আটক
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) বান্দরবানের লামার আজিজনগরে আজ ১০ অক্টোবর মঙ্গলবার দুপুরে চোলাই মদ ও গাঁজা সহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
আটক মাদক ব্যবসায়ী গীতা রাণী শীল (৫৬) উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ার পাশ্ববর্তী অরুপ কান্তি শীল এর স্ত্রী।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আজিজনগরের হেডম্যান পাড়া কেয়াং এর পিছনে গীতা রাণী শীলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় গীতা রাণী শীল এর বসত ঘরের খাটের নিচ থেকে ১৪ লিটার চোলাই মদ এবং ১ কেজি গাঁজা জব্দ করা হয়।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন যাবৎ গীতা রাণী অবৈধ মাদক ব্যবসা করে আসছে। এছাড়া গীতা রাণীর বাড়ির আশেপাশে আরো অনেকেই গাজা ও মদের পাশাপাশি ইয়াবার ব্যবসা করে বলে জানা যায়।
আজিজনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ মো. ফরিদুল আলম সঙ্গীয় পুলিশ নিয়ে রুবেল তালুকদার, দেলোয়ার, রিদুয়ান ও আব্দুল মালেকসহ অভিযান পরিচালনা করেন।
মাদক বিরোধী এই অভিযানে একাত্বতা পোষণ করে অংশগ্রহণ করেন, আজিজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী ও আজিজনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ ফরিদুল আলম সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, আজ এলাকার চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানী ও রাজনৈতিক নেত্রীবৃন্দের সহযোগীতায় মাদক ব্যবসায়ীকে ধরা সম্ভব হয়েছে।
গীতা রাণীকে আজিজনগর পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।