বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয় শুরু
রাউজানে খোলা বাজারে ওএমএস এর চাউল বিক্রয় শুরু
রাউজান প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৪মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় খাদ্য অধিদপ্তরের অধীনে খোলা বাজারে (ওএমএস) চাউল বিক্রয় শুরু করা হয়েছে।
চাউল বিক্রয় হয় কেজি প্রতি ৩০ টাকা। ওএমএস চাউলের দোকানটি রাউজান ডাচ্ বাংলা ব্যাংক এর সামনে অবস্থিত। জন প্রতি ৫ কেজি করে প্রতিদিন ২০০ জনের কাছে এই চাউল বিক্রয় করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায় চালের গুনগত মান ভালো এবং বর্তমান বাজার মূল্য থেকে এখানে চালের দাম কেজিতে প্রায ১০ টাকা কম হওয়ায় প্রতিদিন স্বল্প আয়ের মানুষের ভিড় লেগে থাকে। ওএমএস চউাল বিক্রেতা বলেন আগে যখন সিদ্ধ চাউল দিতো তখন সাধারণ মানুেষর এই রকম আগ্রহ থাকতো না, এখন খাদ্য অধিদপ্তর থেকে আতপ চাউল দেওয়ায় সাধারণ মানুষের ভিড় জমেছে কারণ চট্টগ্রামের মানুষ আতপ চাউলে অভ্যস্ত। এখানে চাউল কিনতে আসা সাধারণ মানুষের কাছে জানতে চাইলে, চাউলের গুনগত মান বা ওজন নিয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। নিত্যপণ্যের দাম যেখানে আকাশচুম্বী সেখানে কিছুটা কম মুল্যে চাউল কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন এখানে লাইনে দাড়াঁনো সল্প আয়ের মানুষ।