বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
গাজী গ্রুপ বিকেএসপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে বিকেএসপিতে গাজী গ্রুপ বিকেএসপি কাপ (অনুর্ধ ১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০১৭ এর শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
বিশেষ অতিথি হসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রুপের ডাইরেক্টর অব কোচিং মো. সালাউদ্দিন।
এছারাও উপস্থিত ছিলেন বিসিবি’র ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও উপ পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু।
উদ্বোধনী দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়। বিকেএসপি’র ১নং ক্রিকেট গ্রাউন্ডে বিকেএসপি, লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি’র বিপক্ষে ১৫৩ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে শুভ সূচনা করে।
বিকেএসপি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৪৪.৩ ওভারে ২২৯/১০ রান করে।বিকেএসপি’র পক্ষে সাজ্জাদ সর্বোচ্চ ৮০ রান করেন। লালমাই এর রাকিবুল ১০ ওভারে ৫/৩৫ উইকেট লাভ কনে। জবাবে লালমাই ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ৩৪.১ ওভারে ৭৬ রানে অল আউট হয়ে যায।। বিকেএসপি’র পক্ষে শাহীন ২/১৮, নওশাদ ২/১২ ও ও রাব্বি ২/৩ উইকেট লাভ করেন। এ খেলার ম্যাচ সেরার পুরস্কার পান বিকেএসপি’র সাজ্জাদ ।
বিকেএসপি’র ৩নং ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত অপর খেলায় গাজী টায়ারস ক্রিকেট একাডেমি ৪ উইকেটে চট্টগ্রামের ইস্পাহানী ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শুভ সুচনা করেছে। টসে জিতে ইস্পাহানী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৩৮.৩ ওভারে ১৫০/১০ রান করে । ইস্পাহানীর পক্ষে আলভি সর্বোচ্চ ৬৩ রান করেন। বোলিং এ গাজীর রবিউল আতিক সর্বোচ্চ ৪/২০ উইকেট লাভ করেন। জবাবে গাজী ৩৪.৪ ওভারে ১৫৪/৬ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। গাজীর সাখাওয়াত হোসেন অপরাজিত ৫৪ রান করেন। ইস্পাহানীর আসাদুর ২৮ রনে ৩ উইকেট লাভ করেন। খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান গাজীর রবিউল আতিক।
টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো : গাজী টায়ারস ক্রিকেট একাডেমি, ইস্পাহানী ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম, লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি, কুমিল্লা, নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি, রাজশাহী, গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমি, নেপাল ও বিকেএসপি। দু’টি গ্রুপে ভাগ হয়ে লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দু’টি দল ফাইনাল খেলবে।
আগামীকাল ১৩ অক্টোবর ১ নং ক্রিকেট গ্রাউন্ডে লালমাই ট্যিালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি ও নর্থ বেঙ্গল ক্রিকেট একাডেমি এবং ৩নং ক্রিকেট গ্রাউন্ডে গাজী টায়ারস ক্রিকেট একাডেমি ও গ্রেট হিমালয়া ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে ।