সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হুয়াই জি প্লে মিনি এবং হুয়াই ওয়াই৬২৫ এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় নতুন মূল্যে
হুয়াই জি প্লে মিনি এবং হুয়াই ওয়াই৬২৫ এখন পাওয়া যাচ্ছে আকর্ষণীয় নতুন মূল্যে
ঢাকা প্রতিনিধি :: হুয়াই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড বাংলাদেশে তাদের জনপ্রিয় দুটি স্মার্টফোন হুয়াই জি প্লে মিনি ও হুয়াই ওয়াই৬২৫ এর জন্য নতুন আকর্ষণীয় মূল্য ঘোষণা করেছে৷
থ্রিজি উপযোগী শক্তিশালী স্মার্টফোন দুটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস ডিসপ্লে ও ডুয়েল সিম সল্ট ৷ অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেম চালিত হুয়াই জি প্লে মিনিতে এ আছে ১.২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর ৷ এতে আরো রয়েছে ২জিবি র্যাম,৮ জিবি ইন্টারন্যাল মেমোরি যা সর্বেচ্চ ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে ৷ ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও অটোফোকাস সমৃদ্ধ ১৩ এমপি ক্যামেরা ও সেলফি তোলার জন্য আছে ৫ এমপি ক্যামেরা ৷ ফোনটি দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য রয়েছে ২৫৫০এমএএইচ ব্যাটারি ৷ হুয়াই জি প্লে মিনি এর নতুন মূল্য ১৪,৯৯০ টাকা (পূর্বমূল্য ১৫,৯৯০ টাকা) ৷
অন্যদিকে হুয়াই ওয়াই৬২৫ এ অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২৷ এতে আরো রয়েছে ১.২ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৪জিবি মেমোরি যা সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে ৷ ফোনটিতে এলইডি ফ্ল্যাশ ও অটো ফোকাস সমৃদ্ধ ৮ এমপি রিয়ার ক্যামেরা ও ২এমপি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৷ এছাড়াও ফোনটিতে ২০০০ এমএএইচ এর একটি শক্তিশালী ব্যাটারি রয়েছে ৷ নতুন অফারে ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮,৯৯০ টাকা (পূর্বমূল্য ৯,৯৯০ টাকা)৷
ফোনগুলো বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এর হুয়াই শোরুম সহ দেশ জুড়ে বিসত্মৃত হুয়াই ব্রান্ড ইমেজ শপ গুলোতে পাওয়া যাবে ৷ এছাড়াও বাংলাদেশের ৬৪ জেলার শীর্ষস্থানীয় মোবাইল মার্কেট গুলোতেও এই হ্যান্ডসেট দুটি পাওয়া যাবে ৷
হুয়াই প্রসঙ্গে:
হুয়াই’র পণ্য ও সেবা সুবিধা বিশ্বের ১৭০টিরও বেশি দেশে পাওয়া যায়৷ বিশ্বের এক তৃতীয়াংশেরও বেশি জনসংখ্যার কাছে সেবা পৌছে দিচ্ছে হুয়াই ৷ ২০১৩ সালে স্মার্টফোন শিপমেন্টে ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের তথ্য অনুযায়ী হুয়াই সারাবিশ্বে তৃতীয় স্থান অধিকার করে৷ হুয়াই যুক্তরাষ্ট্র, জার্মানী, সুইডেন, রাশিয়া, ভারত ও চীনসহ বিশ্বজুড়ে ১৬ টিরও বেশি আরএন্ডডি সেন্টার স্থাপন করেছে৷ মোবাইল ফোন, মোবাইল ব্রডব্যান্ড ডিভাইস, হোম ডিভাইস, ক্লাউডস ও কনজিউমার চিপসেটসসহ বিসত্মৃত পরিসরে হুয়াইর তিনটি ব্যবসা গ্রুপ কাজ করে চলেছে৷ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি [আইসিটি] খাতে ২০ বছরেরও বেশি সময় জুড়ে ব্যাপক অভিজ্ঞতায় হুয়াইর রয়েছে বৈশ্বিক নেটওয়ার্ক, বিসত্মৃত বিজনেস ও সহযোগীদের পরিচালনার অভিজ্ঞতা৷ হুয়াই ডিভাইসের মধ্য দিয়ে হুয়াই কনজিউমার বিজনেস গ্রুপ গ্রাহকদের কাছে সর্বশেষ প্রযুক্তি উপহার দিতে দায়বদ্ধ৷ বিশ্বে যে যেখানেই অবস্থান করুক না কেন; সকলেরই হাতের নাগালে সর্বশেষ প্রযুক্তির সহজলভ্যতা পৌছে দেওয়ার ব্যাপারে হুয়াই প্রতিশ্রুতিবদ্ধ৷
আপলোড : ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৩.৫৯ মিঃ