বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চাঁদাবাজির মামলায় শানুর আলী গ্রেফতার
চাঁদাবাজির মামলায় শানুর আলী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজি মামলায় আওয়ামীলীগ নামধারী নেতা শানুর আলীকে (৪০) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার রামপাশা ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত মাহমদ আলীর ছেলে।গতকাল বুধবার (১১অক্টোবর) রাতে কাদিপুরস্থ ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সামন থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। অাজ ১২অক্টোবর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানাগেছে, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে প্রায় ১১কোটি টাকা ব্যয়ে কাদিপুরস্থ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ করছে ‘অনিক ট্রেডিং কর্পোরেশন নামে ঢাকার একটি ঠিকাদারী প্রতিষ্টান। হাসাপাতালে কাজ শুরুর পর থেকেই নানাভাবে শানুর আলীর নেতৃত্বে চাঁদাবাজি চলছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানাগেছে, ২০১৬ সালের নভেম্বর মাস থেকে প্রায় ১১কোটি টাকা ব্যয়ে কাদিপুরস্থ‘ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’ ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ চলছে কখনও স্থানীয় নামধারী সাংবাদিকদের ভয়, কখনও উপজেলা আওয়ামীলীগ নেতাদের ভয়, আবার কখনও সাঙ্গপাঙ্গদের দিয়ে হুমকি-ধামকি দিয়ে থাকেন।
হুমকি ধামকির প্রেক্ষিতে টাকার বদলে ইট, বালি পাথর, রড, সিমেন্ট দিয়ে প্রথমে শানুরকে ম্যানেজ করা হয়। আর শানুর আলী সেই ইট-বালি আর পাথর দিয়ে নিজের বসত বাড়ির রান্নাঘর পাকা করেন। এক পর্যায়ে ১০ অক্টোবর সকালে বড় অঙ্গের টাকা চাইলে ঘটনার মোড় নেয় অন্যদিকে। ওই সকাল ৯টারদিকে ৫-৭জন সহযোগী নিয়ে হাসপাতালে যান শানুর। সেখানে অনিক ট্রেডিং কর্পোরেশনের প্রজেক্ট ম্যানেজার রাজু শিকদারকে খোঁজে বের করে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এসময় চাঁদা না দেওয়ায় কোম্পোনীর কর্মচারী হাসান আহমদ (৬০), কাহারুল (৪০), মামুন মিয়াকে (৩০) পিটিয়ে আহত করে।
এ ঘটনায় গত বুধবার রাজু শিকদার বাদী হয়ে শানুর আলীকে প্রধান আসামি করে থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেন (মামলা নং ৮)।
মামলায় শানুর আলীর ভাই আব্দুল হক ও সহযোগী গাড়ি চালক মুহিব নামের আরও দু’জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার প্রেক্ষিতে ওইদিন সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।
মামলার বাদী রাজু শিকদার বলেন বলেন, শানুর আলী ইট-বালি, পাথর, রড ইত্যাদি চুরি করে নিজের ঘর বানিয়েছেন। তিনি আরোও বলেন, এছাড়াও শুধু চাঁদা দাবিই নয়, তাদের ৩জন কর্মচারীকে মারধরসহ তাকেও কেটে টুকরো টুকরো করার হুমকিও দিয়েছেন শানুর।