সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে উচ্ছেদ অভিযান
গাজীপুরে উচ্ছেদ অভিযান
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্পের গ্যাস লাইনের নকশার ওপর স্থাপিত অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ৷
২৩ নভেম্বর সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত ওই উচ্ছেদ অভিযান চলে৷
গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটারের এবং শ্রীপুর উপজেলার ধনুয়া থেকে টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটারের দুটি গ্যাস লাইন সম্প্রসারণ প্রকল্পের নকশার ওপর হালকা স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল৷
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম রেজা জানান, উচ্চ আদালতের নির্দেশে শ্রীপুর উপজেলার যেসব মৌজায় গ্যাস সম্প্রসারণ লাইনের নকশা অনুযায়ী হালকা স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে৷
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামালের নেতৃত্বে গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাজিদ আনোয়ার, গাজীপুরের আরডিসি মোঃ শরিফুল আলম তানভীর, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরিফুল ইসলামসহ স্থানীয় র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতায় ওই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে ৷
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, গাজীপুর থেকে টাঙ্গাইলের গ্যাস পাইপ লাইন সম্প্রসারণ প্রকল্পে গাজীপুরের অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকা রয়েছে ৷