সোমবার ● ১৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ : ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের পদত্যাগ
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ : ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের পদত্যাগ
ক্রীড়া প্রতিবেদক :: (১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৬মি.) রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অনিয়মের অভিযোগ এনে জেলা ক্রিকেট উপ-কমিটির সদস্যরা পদত্যাগ করেছে।
আজ ১৬ অক্টোবর সোমবার দুপুরের দিকে শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ কমিটি পদত্যাগর কথা স্বীকার করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আবু সাদাৎ সায়েম, সদস্য সচিব জয়জিৎ খীসা, সদস্য শফিউল আযম, দেবেশ চাকমা, নাসের খান, মো. হান্নান, বেনু দত্ত ও দীপংকর খীসা পিকু।
সংবাদ সম্মেলনে বক্তাদের অভিযোগ, সাবেক ফুটবল খেলোয়ার ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান একজন ফুটবল খেলোয়ার। তিনি ক্রিকেটার নন। ক্রিকেটার না হয়েও সংস্থার নিয়ম না মেনে বারবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পাঁয়তারা করেন। আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য পদটি নিজে গ্রহণ না করে স্বাথের্র বিনিময়ে বিক্রি করে দেন।
সংবাদ সম্মেলনে ক্রিকেট উপ-পরিষদের অভিযোগ, এর পেছনে কলকাঠি নাড়ছেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে। তারই বুদ্ধিতে সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কর্মকান্ড আজ প্রশ্নবিদ্ধ। মুখ থুবড়ে পড়েছে জেলার ক্রীড়াঙ্গন।
বক্তারা জানান, বিসিবিতে কাউন্সিলর পাঠানোর পূর্বে সংশ্লিষ্ট উপ-কমিটি ও কার্যনির্বাহী কমিটির সাথে আলোচনা করে কাউন্সিলর নির্বাচিত করার নিয়ম। কিন্তু সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান এ নিয়ম না মেনে একক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করে নিজের নাম পাঠিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে। তার এ ধরণের কর্মকান্ড ক্রিকেট উপ-পরিষদ সদস্যদের জন্য অপমানজনক।
অবিলম্বে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও ক্রিকেটের স্বার্থে সাধারণ সম্পাদক পদ থেকে বরুণ দেওয়ান এর পদত্যাগ করার আহবান জানান ক্রীড়া সংগঠকরা।