মঙ্গলবার ● ১৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে দূর্ঘটনায় ফারুক মল্লিক নিহত
ঝালকাঠিতে দূর্ঘটনায় ফারুক মল্লিক নিহত
ঝালকাঠি প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫০মি.) ঝালকাঠি পুলিশ অফিসের সামনের সড়ক দূর্ঘটনায় মো. ফারুক মল্লিক ৫২ সড়ক দূর্ঘটনায় নিহত।
সে মধ্য চাদঁকাঠি নিবাসী এক বেপরোয়া মটর সাইকেলের ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। ঘাতক মটর সাইকেলের আঘাত তার মাথায় স্পষ্ট লক্ষ্যকরা গেছে। আজ ১৬ অক্টোবর সোমবার রাত্র ৯.৩০ দিকে পুলিশ সুপারের অফিসের সামনে এই মর্মান্তিক দূরঘটনাটি ঘটে। সে একজন গণপূর্তের ঠিকাদার ছিলেন। প্রতক্ষ্যদর্শীরা জানান, ঘটনার সময় হোন্ডা বেপরোয়া ভাবে রাস্তা দিয়ে ৮০ থেকে ১০০ কি:মি: গতিতে আসতে ছিলো। নিহত ফারুক মল্লিক তার পাসের সাইটেই ছিলেন। মটরসাইকেলের বেপরোগা গতি সামলাতে না পেরে এই অল্প বয়েসী মটরসাইকেল চালক ইমরান দ্রুত গতির মটোর সাইকেলটি তার গায়ের উপর উঠিয়ে দেন। মটরসাইকেলটি পুরোপুরি রং সাইডে আঘাত করে। যা প্রত্যক্ষদর্শিরা জানান, ফারুক মল্লিক বেপরোয়া মটর সাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার লোকজন সাথে সাথে তাকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে ডাক্তার বরিশালে শেবাচিমে রেফাট করেন। কিছু দূর না যেতেই তিনি মৃর্ত্যুর কোলে ঢোলে পড়েনে। এ ব্যাপারে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।