বুধবার ● ১৮ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মির্জাগঞ্জে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
মির্জাগঞ্জে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
পটুয়াখালী প্রতিনিধি :: (৩ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পূর্ব আন্দুয়া কে.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন মালামাল বিক্রির অভিযোগে ১৮ অক্টোবর বুধবার প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সন্তোষপুর গ্রামের মো. মিজানের নিকট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে না জানিয়ে গোপনে বিদ্যালয়ের পুরাতন মালামাল লোহার টেবিল-বেঞ্চ, বই, টিন বিক্রি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ আহম্মদ খান। তিনি বুধবার ছুটিতে থাকা কালীন ক্রেতা মিজানের লোকজন বিদ্যালয়ে এসে পুরাতন মালামাল লোহার বেঞ্চ, টেবিল, টিন ও নতুন এবং পুরাতন বইগুলো একটি পরিত্যাক্ত ক্লাশরুম থেকে মাঠে নামাতে থাকেন। মালামাল নামাতে দেখে স্থানীয় মো. একলাস সিকদারসহ লোকজনের সন্দেহ হলে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, মালামাল বিক্রি করা হয়েছে।
বুধবার দুপুরে এ খবর উপজেলা প্রাথমিকি শিক্ষা অফিসার এ.এম.আর মিজানুর রহমানকে স্থানীয়রা অবহিত করলে তিনি উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ মরিয়ম পারভিন এবং মির্জাগঞ্জ থানার এসআই মো. অহিদকে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে ১টি নৌকা, লোহার ২২টি ছোট বেঞ্চ, বড় বেঞ্চ ৯টি, টেবিল ২টি, পুরাতন বই এবং চলতি বছরের শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন প্রকারের নতুন বইসহ মালামাল জব্দ করে ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. আবদুল হাইয়ের কাছে জিম্মায় রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম.আর মিজানুর রহমান বলেন, এ ঘটনা শুনে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে এসে মালামাল জব্দ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতির কাছে জিম্মায় ও প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।