সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » টেকনাফে ৭৯০ বোতল ফেন্সিডেল ও ৩৪৮০ পিস লুপি জেসিক ইনজেকশনসহ আটক-১
টেকনাফে ৭৯০ বোতল ফেন্সিডেল ও ৩৪৮০ পিস লুপি জেসিক ইনজেকশনসহ আটক-১
টেকনাফ প্রতিনিধি :: টেকনাফে ৭৯০ বোতল ফেন্সিডেল ও ৩৪৮০ পিস লুপি জেসিক ইনজেকশনসহ মোঃ ইসমাইল (২৩) নামক এক যুবককে আটক করেছে কোষ্ট র্গাড ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের যৌথ টিম। আটক যুবক টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার নূর হোছাইনের ছেলে।
উদ্ধার ফেন্সিডেল ও ইনজেকশনের আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ ৮৬ হাজার টাকা বলে জানায়।
রবিবার গভীর রাতে কোষ্টর্গাড টেকনাফ ইনর্চাজ লেঃ ডিক্সন চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ ইনর্চাজ পরিদর্শক তপন কান্তি শর্মার নেতৃত্বে একটি যৌথ টিম গোপন সংবাদে টেকনাফ সদর ইউনিয়নের দরগারছড়া এলাকার নূর হোছাইনের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবককে থানায় হস্তান্তর করে তার ভাই মোঃ হাসান প্রঃ লালুকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ ইনর্চাজ পরিদর্শক তপন কান্তি শর্মা।
আপলোড : ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২২ মিঃ