বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বন বিভাগের রহস্যজনক ভুমিকা : রিজার্ভ পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ
বন বিভাগের রহস্যজনক ভুমিকা : রিজার্ভ পাহাড় কেটে চলছে বহুতল ভবন নির্মাণ
উখিয়া প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২ মি.) উখিয়ার সরকারী রিজার্ভ পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। পরিবেশ ও বন আইনকে তোয়াক্ষা না করে বিট কর্মকর্তার রহস্যজনক ভুমিকায় সরকারী রিজার্ভ জায়গা দখল করে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণ করছে প্রভাত বড়ুয়ার প্রকাশ পুতিয়ার গং।
সুত্রে জানা যায়, বিট কর্মকর্তা ছালেহ আহমদকে মোটা অংকে ম্যানেজ করে সরকারি পাহাড় কেটে ভবন নির্মাণ কাজ চালাচ্ছে।
সরেজমিনে আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম বড়ুয়া পাড়ার মৃত উপেন্দ্র বড়ুয়ার পুত্র প্রভাত বড়ুয়া কোন বৈধ কাগজপত্র বা অনুমতি ব্যতীত সরকারি রিজার্ভ পাহাড় কেটে বহুতল ভবণ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
দেখা গেছে, নির্মাণ কাজে চতুর্দিকে কালো পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে। বহুতল ভবনের ভিত্তির ওপর ৮/১০ জন নির্মাণ শ্রমিক কাজ করছে নিয়মিত। বর্তমানে ১০/১২ ফুট উচ্চতার ফিলারের কাজও সম্পন্ন হয়েছে। বিশালাকার পাহাড় কেটে কিছু অংশ সাবাড় করে সমতল ভূমিতে নির্মিত হচ্ছে বহুতল ভবন। অব্যাহত রয়েছে পাহাড় কাটা। এ ভাবে চলতে থাকলে ভুমি ধ্বসে প্রাণহানির আশু সম্ভাবনা রয়েছে।
ভবন নির্মাণের ফলে একদিকে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা ও অপরদিকে চরম হুমকির মুখে পড়েছে এ পাহাড়টি।
এলাকার লোকজন জানান, অবৈধ জায়গার মধ্যে পাহাড় কেটে ভবন নির্মাণ করে আসছে দীর্ঘদিন ধরে। যাতে কার চোখে না পড়ে, এ জন্য আড়াল করে কাজ চালিয়ে যাচ্ছে।
কক্সবাজার বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে “সরকারি পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ধরণের কোন তথ্য তিনি পাননি এবং রহস্যজনক কারণে বিট কর্মকর্তা কর্তৃক মোটা অংকের টাকার নেওয়ার বিষয়েও অস্বীকার করেন তিনি।
হলদিয়া বনবিট কর্মকর্তা ছালেহ আহমদের সাথে যোগাযোগ করা হলে এটা তার কর্ম এলাকায় পড়ে কিনা সে বিষয়ে তিনি অবগত নয়। এছাড়া তিনি ভবন নির্মাণের বিষয়ে কিছুই জানেন না এবং সরেজমিন গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।