বৃহস্পতিবার ● ১৯ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » জেলা প্রশাসকের রেকর্ড রুমে দালাল
জেলা প্রশাসকের রেকর্ড রুমে দালাল
ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪০ মি.) ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রেকর্ড রুমে অভিযান চালিয়ে রবিউল ইসলাম (৪০) নামে (জর্জ কোর্টের কথিত মুহরী) এক দালালকে ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে এ দন্ডদেশ প্রদান করা হয়। দন্ডদেশপ্রাপ্ত রবিউল ইসলাম সদর উপজেলা ধোপাবিলা গ্রামের মৃত নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির রেকর্ডরুমে অভিযান পরিচালনা করেন।
এসময় দালালী কার্যক্রম করার সময় হাতে নাতে রবিউলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সরকারি আদেশ অমান্য করা ও বিভিন্ন অপরাধে দন্ডবিধি’র ১৮৬০এর ১৮৮ধারা মোতাবেক ৭দিনের কারাদন্ড প্রদান করেন।