শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রবাসী সংঘ’র অর্থায়নে রাস্তায় লাইংটিং
বিশ্বনাথে প্রবাসী সংঘ’র অর্থায়নে রাস্তায় লাইংটিং
বিশ্বনাথ প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৮ মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামকে মডেল গ্রাম প্রতিষ্ঠার চেষ্ঠার অংশ হিসেবে ‘শিমুলতলা প্রবাসী সংঘ’র অর্থায়নে গ্রামের আড়াই কিলোমিটার রাস্তায় লাইটিং করা হয়েছে। গতকাল ১৯অক্টোবর বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই লাইটিং এর উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
বিশ্বনাথে এই প্রথম কোন গ্রামের সকল রাস্তায় ব্যক্তি উদ্যোগে লাইটিং করা হলো।
নতুন কুঁড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, প্রবাসীরা প্রবাসে বসবাস করেও নিজ জন্মভূমির জন্য চিন্তা করেন। প্রবাসীদের সার্বিক সহযোগীতায় শিমুলতলা গ্রামকে মডেল গ্রামে রূপান্তরিত করার যে উদ্যোগ তা সত্যিই প্রসংশনীয়। আমারও স্বপ্ন বিশ্বনাথ উপজেলা একটি মডেল উপজেলায় রূপান্তর হবে।
বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় অনেক উন্নয়ন হচ্ছে, আরো হবে। তিনি বলেন, জাতীয় পার্টি সরকার গ্রামমুখী উন্নয়ন চায়। আর গ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। তাই পরিবর্তনের অঙ্গিকার নিয়ে বিশ্বনাথের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির যাত্রায় শামিল হতে তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন, জোট হউক আর ভোট হউক, জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিলো, মাঠেই থাকবে। জাতীয় পার্টি কাউকে ছাড় দিয়ে কোন দলের সাথে জোট হবে না। পরিবেশ পরিস্থিতির উপর সিন্ধান্ত হবে কার সাথে জোট হবে। দলের অবস্থান বজায় রেখেই জাতীয় পার্টি জোট করবে।
গ্রামের মুরব্বি আব্বাছ খাঁন’র সভাপতিত্বে এবং তরুণ উদ্যোক্তা সুরমান আলী ও শরীফ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নূর উদ্দিন, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল ও পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম প্রকৌশলী নাজমুল ইসলাম। শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ আমির আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সালেহ আহমদ তোতা, বিশ্বনাথ সদর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আহমদ মিয়া, সাবেক ইউপি সদস্য মর্তুজ আলী, জাপা নেতা শফিক আহমদ পিয়ার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি হাজী মছদ্দর আলী, হাজী আত্তর আলী, গৌছ আলী, মুক্তিযুদ্ধা তৈয়ব আলী ও মরব্বি সিরাজ খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় লাইটিং পরিদর্শন করেছেন উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিরা।