শুক্রবার ● ২০ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » জাতীয় » সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস
সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস
বগুড়া প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩১মি.) “সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস”-শ্লোগান সামনে নিয়ে বাংলাদেশ কংগ্রেসের ৪ মার্চ ২০১৩ সালে পথ চলা শুরু ।
নীতিহীন ও ধ্বংসাত্মক রাজনীতি পরিহার এবং সুস্থ ধারার উন্নয়নমুখী রাজনীতি চর্চা শীর্ষক মতবিনিময় সভা ও কমিটি গঠন কার্যক্রম করেন।
আজ ২০ অক্টোবর শুক্রবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা রণবাঘা উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্দ্যোগে মতবিনিময় সভা ও কমিটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ কংগ্রেসের নন্দীগ্রাম উপজেলার সমন্বয়কারী ও সৈয়দ আহম্মদ কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাপ্পি সরদার। তিনি বলেন, দেশে যেভাবে নীতিহীন ও ধ্বংসাত্মক রাজনীতি চলছে এভাবে দেশ চললে আগামীতে সুস্থ ধারা রাজনীতি বিঘন্ন হবে। তাই নতুন ধারার রাজনীতি প্রচলন করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বী কবে দলটি। এই লক্ষ্যে সারা দেশে দলের অফিস ও সাংগঠনিক কার্যক্রম করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের বগুড়া জেলা সমন্বয়কারী বাংলাদেশ ব্লাড সার্ভিসের প্রতিষ্ঠাতা মো. মাহফুজ রহমান, বাংলাদেশ কংগ্রেসের স্থানীয় নেতা মাহবুর রহমান, আবু বক্কর সিদ্দিক, বজলুর রহমান, হাবীব, আলহাজ্ব সামসুর রহমান, আসকান মিয়া, রহেদুল ও নেতা কর্মীবৃন্দ।