শনিবার ● ২১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো খাদিজা
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলো খাদিজা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: (৬ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৭মি.) দিনাজপুরের পার্বতীপুরে দরিদ্র মেধাবী ছাত্রী খাদিজা দীর্ঘদিন চিকিৎসার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবশেষে আজ শনিবার ভোর সাড়ে ৪ টায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি . . . . . . . . . . . . . . রাজিউন)।
খাদিজা উপজেলার ৪নং পলাশবাড়ী ইউনিয়নের খিয়ারপাড়া গ্রামের মৃত মোহসিন আলির কন্যা। খোলাহাটী ডিগ্রী কলেজে লেখা চলাকালীন অবস্থায় অসুস্থ্য হলে গত জানুয়ারী মাসে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার কিডনি রোগ ধরা পরেলে তার মা, মেয়ে খাদিজাকে বাচাঁতে পার্বতীপুরসহ দেশেবাসীর নিকট সাহায্যের জন্য আবেদন করেন।
পরে হেল্প এ্যাসোশিয়েশন নামে একটি স্বেচ্ছা সেবী সংগঠন এই মেধাবী ছাত্রী খাদিজার জন্য একটি কনসার্ট এর আয়োজন করে। তার চিকিৎসার জন্য সাহায্যার্থে অনুষ্ঠিত কনসার্টে প্রধান অতিথি স্থানীয় এমপি ও বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রী এ্যাড: মোস্তাফিজার রহমান ফিজারসহ সুধি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় ব্যপক ভাবে সাহায্যের মাধ্যমে সাড়া দেয় পার্বতীপুরবাসী। খাদিজাকে বাঁচাতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করা হয়। অবশেষে আজ শনিবার সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যায় খাদিজা।