রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » পার্টনারের কাছ থেকে কী চান পুরুষরা ?
পার্টনারের কাছ থেকে কী চান পুরুষরা ?
সিএইচটি মিডিয়া ডিজিটাল ডেস্ক :: বিছানায় সঙ্গী আপনার থেকে চূড়ান্ত রতিসুখ পেয়েছেন। রতিক্রিয়ার পরও সঙ্গী আপনার পাশে শুয়ে সে কথাই আওড়ে চলেছেন। হালকা চুম্বন, তাঁর স্পর্শ এখনও অনুভব করে চলেছেন নিজের শরীরে। আর তা থেকেই স্পষ্ট পার্টনারের তৃপ্তি। কিন্তু এখানেই বিষয়টি শেষ হতে দেবেন না। মিলনের পরও পুরুষ সঙ্গীটিকে আপনার প্রতি আকৃষ্ট করে তোলার কিছু ধাপ বাকি থেকে যায়। তাই মাঝপথে তাল কাটবেন না। আপনার ছোট ছোট কয়েকটি কাজই সেই মুহূর্তকে পূর্ণতা দিতে পারে।
পুরুষ সঙ্গীর প্রশংসা করুন:
পার্টনারকে যদি জানান আপনিও মিলনে ততটাই খুশি হয়েছেন, যতটা তিনি তাহলে নিঃসন্দেহে তাঁর ভাল লাগবে। সেক্স পজিশন, পার্টনারের প্রয়াসের প্রশংসা করতেই পারেন। সঙ্গমের কোনও বিশেষ মুহূর্ত নিয়েও হালকা আলোচনা করলে পার্টনার খুশি হবেন। পরের বার কী ট্রাই করতে চান তাঁকে জানাতে পারেন।
পার্টনারের শার্ট পরুন:
রুপোলি পর্দায় এ দৃশ্য বেশ চেনা। কিন্তু রিলের মতো রিয়েল লাইফেও এ ছবি দেখতে পছন্দ করেন পার্টনাররা। তাঁর শার্ট গলিয়ে উন্মুক্ত পায়ে ঘরময় ঘুরলে পার্টনারের দৃষ্টি আকর্ষণ করবেনই। সঙ্গীর নতুন করে আপনাকে উন্মুক্তভাবে পাওয়ার চাহিদা যেন দ্বিগুণ হয়ে যায়। সঙ্গমের পর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পার্টনারকে দেখতে অনেক পুরুষই পছ্ন্দ করেন না। তবে মনে রাখবেন, আপনার গায়ের সুগন্ধও কিন্তু একটা বড় ফ্যাক্টর। তাই সুগন্ধী ব্যবহার করতে পারেন।
ড্রিঙ্ক অফার করতে পারেন:
না, মদ নয়। সঙ্গীর জন্য নিজে থেকে জল নিয়ে আসুন। পারলে তাঁর কাছে গিয়ে জল পান করিয়ে দিন। কফিও এক্ষেত্রে চলতে পারে। কফি বানানোর সরঞ্জাম থাকলে তো কথাই নেই। এতে পার্টনার বোঝেন আপনি তাঁর যত্ন করছেন। আর সেই বিষয়টিই তাঁকে আপনার প্রতি আরও আকৃষ্ট করবে।
মিলনের পরই হন্তদন্ত হয়ে পার্টনারকে ফেলে চলে যাওয়া বা ছুটে শৌচালয়ে ঢুকে পড়ার মতো বিষয়গুলি পার্টনারদের না-পসন্দ। এতে তাঁরা বুঝতেই পারেন না আপনি এই মিলনে ঠিক কতটা সুখী হলেন।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
বয়স ভিত্তিক ক্রিকেটার তৈরিতে কাজ শুরুর কথা জানালেন আসিফ আকবর
আগামী কাল বিপ্লবী যুব সংহতির রাঙামাটি জেলা কাউন্সিল
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন