রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা অপহৃত
খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা অপহৃত
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৬মি.) খাগড়াছড়ি জেলা শহরে লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টার থেকে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতা অস্ত্রের মুখে অপহৃত হয়েছে।
এরা হচ্ছে, পাহাড়ি ছাত্র পরিষদ ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিকস ফ্রন্ট (পিসিপি)’র খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা ও সহ-সভাপতি জুয়েল চাকমা। আজরবিবার দুপুর পৌনে ১টার দিকে এ অপহরনের ঘটনা ঘটে।
পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা এ ঘটনার জন্য সংস্কারপন্থি নামে পরিচিত পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করে বলেন, তাদের দুই নেতা লাইফ কেয়ার ডায়গনস্টিক সেন্টারে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে দুটি মোটরসাইকেলে করে তাদের অপহরণ করে দীঘিনালা সড়কের দিকে নিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মো. আব্দুল আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পর অপহৃতদের উদ্ধারে চেষ্টা চলছে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে খাগড়াছড়ি জেলা সদরের কমলছড়ি ইউনিয়ন পরিষদের খ্রীষ্টানপাড়ার মৃত শরত কুমার চাকমার ছেলে বাড়ির পাশের বিল থেকে ব্যাঙ ধরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কুপে সমুয়েল চাকমা খুন হয়। এ হত্যাকান্ডের জন্য সংস্কারপন্থি নামে পরিচিত পিসিজেএসএস (এমএন লারমা) গ্রুপ পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রিটিকস ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করে।