রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » কক্সবাজার » রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান মঙ্গলবার
রামুর বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান মঙ্গলবার
পলাশ বড়ুয়া, রামু থেকে ফিরে :: (৭ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪০মি.) বিশ্ব বৌদ্ধদের তিন মাস বর্ষাব্রত শেষে বিহারে বিহারে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দান। যা প্রতিটি বিহারে বৎসরে শুধুমাত্র একবার কঠিন চীবর দান করা সম্ভব। তারই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর (মঙ্গলবার) পর্যটন নগরী কক্সবাজারের রামু’র ভূবন শান্তি ১০০ ফুট সিংহ শয্যা শায়িত গৌতম বুদ্ধমুর্তি সংবলিত উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভাবগাম্ভীয্য পরিবেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনব্যাপি বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ উৎসব উদযাপন করবেন।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, একুশে পদক প্রাপ্ত, অগ্গামহাসদ্ধর্মাজ্যোতিকাধ্বজা উপাধিতে ভূষিত, উপসংঘরাজ পন্ডিত সত্যপ্রিয় মহাথের।
এছাড়াও দেশ-বিদেশের প্রাজ্ঞ ভিক্ষু উপস্থিত থেকে সদ্ধর্ম দেশনা করবেন বলে নিশ্চিত করেছেন পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া।
বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ভিক্ষু করুণাশ্রী থেরো বলেন, আজ থেকে ২৫৬০ বছর পূর্বে সুদূর গৌতম বুদ্ধের সময়কালে কঠিন চীবর দানের প্রবর্তন হয়। ভিক্ষুসংঘের পরিধেয় বস্ত্রের অভাব মোচন এবং দায়ক-দায়িকাদের হিত কামনায় বুদ্ধ মূলত: কঠিন চীবর দানের প্রবর্তন করেছিলেন। দানের এই ধারা আজও অব্যাহত আছে। এই দানের ফল দাতা এবং গ্রহীতা উভয়ে প্রাপ্ত হন।