সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » আজ থেকে ইলিশ শিকার শুরু
আজ থেকে ইলিশ শিকার শুরু
বরগুনা প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪৫মি.) মা ইলিশের প্রজননকাল সুরক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার পর আজ সোমবার ২৩ অক্টোবর আবার শুরু হচ্ছে ইলিশ শিকার। জাল ও নৌকা প্রস্তুত করে সাগরে ছুটছে বরগুনার পাথরঘাটার শত শত মাছ ধরা ট্রলার।
ইলিশ মাছের প্রজননকাল সুরক্ষার জন্য সরকার ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, বিপণন ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করে।বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সম্পাদক মাসুম আকন জানান, সোমবার ভোরে ২ হাজার মাছ ধরার ট্রলারে ৩০ হাজার জেলে যাবেন সাগরে মাছধরার জন্য। তারা সাগরে অবস্থানের জন্য পানি, চাল, ডাল, তেল কিনে প্রস্তুত রয়েছে।
পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের জেলে হাবিবুর রহমান বলেন, ২২ দিন আমরা সরকারের নির্দেশ মেনে মাছ ধরা থকে বিরত ছিলাম। অবরোধ শেষ হয়েছে এখন সাগরে যাচ্ছি স্ত্রী-সন্তানদের জন্য ঘরে চাল রেখে যেতে পারলাম না। পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মূরাদ হোসেন প্রামাণিক জানান, মৎস্যজীবী হিসেবে নিবন্ধিত উপজেলায় ১৪ হাজার ৩৫০ জন জেলে রয়েছে।
উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৮ হাজার ৪৬১ পরিবারকে ২০ কেজি করে চাল দেয়ার প্রস্তাব করে ইউনিয়ন চেয়ারম্যান ও মেয়র বরাবর বরাদ্ধ পাঠানো হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হোসেন জানান, এরই মধ্যে বরাদ্ধ দেয়া হয়েছে কিন্তু কেউ ওই চাল বিতরণ করেনি।