সোমবার ● ২৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » রামুতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
রামুতে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি :: (৮ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩২মি.) দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজারের রামু প্রতিনিধি দিদারুল আলম জিসানের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে প্রেসক্লাব চত্বরে ঝিনাইদহে কর্মরত অনলাইন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস.এ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাবেক সভাপতি, এন.টিভি ও দৈনিক যুগান্তরের মিজানুর রহমান, দৈনিক কালের কন্ঠের এম. সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের নিজাম জোয়ারদার বাবলূ, স্থানিয় দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিক ও ইউএনবি’র প্রতিনিধি মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু প্রমুখ।
বক্তারা বলেন, জিসানের উপর হামলাকরীদের সাথে তার কোন ব্যক্তিগত শত্রুতা ছিলনা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে তার উপর বর্বরোচিত হামলা করা হয়েছে। নৃশংস ভাবে তার চোখ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সে ক্ষত নিয়ে এখন সে হাসপাতালে চিকিৎসাধীন। এটা সমগ্র সাংবাদিক সমাজের উপর হামলা। আমরা সকল সাংবাদিকের উপর হামলা নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। বক্তারা জিসানের উপর হামলাকরীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় সারা দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।