মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে চোলাই মদ ব্যবসায়ী ৩ নারী আটক
খাগড়াছড়িতে চোলাই মদ ব্যবসায়ী ৩ নারী আটক
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মি.)
খাগড়াছড়ি জেলার গুইমারা বাজার থেকে চোলাইমদ সহ তিন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।
আটকৃতরা হলেন, গুইমারা ডাক্তার টিলা এলাকার উগ্য মার্মার স্ত্রী মিনু মার্মা (৪০), গুইমারা লুন্দ্যাক্যা পাড়ার বলি মার্মার স্ত্রী আনু মার্মা ও গুইমারা বাইল্যাছড়ির বুজিসেন ত্রিপুরার স্ত্রী রিনা ত্রিপুরা(৩৫)।
২৪ অক্টোবর মঙ্গলবার গুইমারা বাজারে হাটের দিন প্রকাশ্যে মদ বিক্রি করতে আনলে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে তাদের আটক করা হয় । এসময় আটকৃতদের কাছ থেকে ৩১ লিটার মদ উদ্ধার করা হয়।
গুইমারা থানা সূত্রে জানাযায় , দীর্ঘদিন যাবত প্রকাশ্যে এই মদ ব্যবসায়ীরা মদ বিক্রি করে আসছেন মঙ্গলবার সকাল ১০টার সময় গুইমারা বাজার থেকে ৩১ লিটার মদসহ আটক হন এই তিন নারী মদ ব্যবসায়ী।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটু জানান , গুইমারায় মাদক বিরোধী এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা। গুইমারাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করাই আমাদের লক্ষ্য।