সোমবার ● ২৩ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাগাতিপাড়ায় মাল্টার চাষ
বাগাতিপাড়ায় মাল্টার চাষ
মাহাবুর রহমান, বাগাতিপাড়া প্রতিনিধি :: মাল্টার চাষ এখন নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৷ দেশের মাটিতে মাল্টা চাষ করে চাষিরা অন্য ফসলের চেয়ে একদিকে যেমন বেশী লাভবান হচ্ছে অপরদিকে পুষ্টির ঘার্তি পুরন হচ্ছে ৷ সরেজমিনে জানাযায়, উপজেলার চকগোয়াস, বেগুনিয়া, চন্দ্রখইর সহ বেশ কয়েকটি এলাকায় মোট ১১ টি প্রদর্শনী রয়েছে ৷ প্রত্যকটি প্রদর্শনীর জমির পরিমান প্রায় ১১শতক ৷ কিটনাশক প্রয়োগ ছাড়াই বাগাতিপাড়ায় চাষ কৃত মাল্টা এখন স্থানীয় বাজারের চাহিদা মেটানোর পরে রাজধানী ঢাকায় সরবরাহ হচ্ছে ৷ মাল্টা চাষীদের সফলতা দেখে অন্যান্য কৃষকরাও এই ফলের চাষ করার জন্য ব্যাপক আগ্রহ দেখাচ্ছেন ৷ বাগাতিপাড়া উপজেলায় মাল্টা চাষে শুধুমাত্র চাষীদের পাশা পাশি মৌসুমী বেবসায়ী ও ফল বেবসায়ীরাও লাভবান হচ্ছেন ৷ ব্যবসায়ীদের দাবী বিদেশ থেকে আমদানী করা মাল্টার চাইতে খেতে সুস্বাদু তাই বাজারে এর চাহিদা অনেক বেশী৷ কীটনাশক মুক্ত এই ফল বিক্রিতেও কোন ভোগান্তি পোহাতে হয় না চাষীদের ৷
উপজেলার ১নং পাঁকা ইউনিয়নের চক্গোয়াস এলাকার মাল্টা চাষী মারুফ ইবনে আবেদিন টনি জানান, আমি আগে এই জমিতে অন্য ফসল করেছি ৷ কিন্তু তাতে লাভ করতে পারিনি৷ বর্তমানে কৃষি অফিসের সহযোগিতায় মাল্টা চাষ করে বেশ ভাল লাভ পাচ্ছি ৷ প্রতিটি মাল্টা ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে ৷ আমার জমিতে একচালানেই প্রায় ৬শ’ মাল্টা হয়েছে ৷
কাচামাল ব্যবসায়ী জসিম জানায়, ‘আমি মৌসুমী ফল ব্যবসায়ী আমাদের এলাকা থেকে মাল্টা কিনে ঢাকা সহ বিভিন্ন এলাকাতে বিক্রি করি ৷ তাতে আমার বেশ ভাল লাভ হয় ৷ ‘
তমালতলা বাজারের ফল ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, ‘আমরা বাহিরের যে মাল্টা বিক্রি করি তা অনেক টক কিন্তু আমাদের এলাকাতে চাষ হওয়া মাল্টাগুলোর সুস্বাদু হওয়ায় ক্রেতার কাছে চাহিদা অনেক বেশী ৷ তাই আমরা দেশী মাল্টা পেলে বাহিরের গুলো কিনিনা ৷ আমরা চাই দেশীয় এই মাল্টা বেশী বেশী চাষ করা হোক ৷ ‘
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ বাবলু কুমার সূত্রধর বলেন, ‘এসডিপি প্রকল্পের অধিনে পরিক্ষা মূলক আমাদের উপজেলাতে ১১টি প্রদর্শনী করা হয়েছে ৷ তার মধ্যে ২টি প্রদর্শনীতে মাল্টা ধরা শুরু হয়েছে ৷ মাটির গুনাগুন ভাল হওয়ায় মাল্টাগুলো খুবই সুমিষ্ ট৷ চাষি মাল্টা বিক্রি করে ভাল দাম পাওয়ায় লাভবান হচ্ছে এবং অন্যান্য কৃষকরা মাল্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছেন ৷ আসা করছি আগামিতে এই উপজেলাতে ব্যাপকভাবে মাল্টা চাষ হবে৷ ‘
আপলোড : ২৩ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২৮ মিঃ