বুধবার ● ২৫ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে সংক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদী
ময়মনসিংহে সংক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীদের প্রতিবাদী
ময়মনসিংহ অফিস :: (১০ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৪৭মি.) ময়মনসিংহের সংক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীরা উপমহাদেশের সর্ববৃহৎ শাস্ত্রীয় সংগীতের আসর বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব এ বছর বাতিল ঘোষনার প্রতিবাদে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে (শশীলজ) অবস্থান কর্মসূচী পালন করে পরে বিভাগীয় কমিশনার বরাবর স্বারকলিপি প্রদান করেন
আজ ২৫ অক্টোবর বুধবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে (শশীলজ) অবস্থান কর্মসূচী পালন করা হয়।
সাংস্কৃতিক কর্মীরা এসময় বক্তব্য রাখতে গিয়ে বলেন, জাতীয় সংস্কৃতির বিকাশ চাই, কোন অজুহাতে কোথাও সংস্কৃতির চর্চার অধিকার ক্ষুন্ন করা যাবেনা, নির্ধারিত সময়ে ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব’এর বাস্তবায়ন দেখাতে হবে। এ বিষয়ে অনতি বিলম্বে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে আগামি দিনে কঠোর কর্মসূচী নেওয়া হবে বলেও বক্তারা উল্লেখ করেন।
এসময় সারোয়ার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইয়াজদানী কোরায়শী কাজল, সারোয়ার কামাল রবিন, বাউল সুনীল কর্মকার, ওস্তাদ সাহাব উদ্দিন, এডভোকেট আব্দুল মোতালিব লাল, আলী ইউসূফ, বিলকিছ খানম পাপড়ী, দীপ শিখা খান, সুনীল পাল, মাসুমা টপি, বাউল ফেরদৌস, শাবিহ মাহমুদ, আবুল কালাম আল আজাদ, স্বাধীন চৌধুরী, আফজাল রহমান ও শাহ সাইফুল আলম পান্নু প্রমূখ।