বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই : কংজরী চৌধুরী
প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই : কংজরী চৌধুরী
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৩মি.) পার্বত্যাঞ্চলের প্রতিটি ঘরে সু-শিক্ষার আলো ছড়াতে প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই বলে মন্তব্য করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
তিনি আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি পিটিআই সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় প্রধান অতিথি বলেন, সমতল জেলা গুলোর চেয়ে পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলা শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। জননেত্রী ও প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছার কারণে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পরা এই পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে অগ্রধিকার ভিত্তিতে জেলা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে।
শিক্ষকদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে একটি সু-শিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে পিটিআই ট্রেনিং সেন্টার ও রিসোর্স সেন্টার নির্মাণ করে সরকার আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষন কার্যক্রম পরিচালনা করে আসছে সরকার।
এসময় প্রধান অতিথি কংজরী চৌধুরী নিজেকে দক্ষ করে অর্জিত জ্ঞান ও কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে শিক্ষকদের আন্তরিকতার সহিত কাজ করার আহবান জানান।
খাগড়াছড়ি পিটিআই’র সুপারিনটেনডেন্ট মতিলাল দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, চট্টগ্রাম পিটিআই’র সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম ও সহকারী সুপারিনটেনডেন্ট মো. ফরহাদ হোসেন প্রমূখ।