বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে এমসি কলেজ এ চা ও কফি বাগান
সিলেটে এমসি কলেজ এ চা ও কফি বাগান
সিলেট প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪২মি.) সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো চা ও কফি বাগানের। বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান সিলেটে। এখন থেকে চা ও কফি বাগানের আংশিক বিকল্প সৌন্দর্য উপভোগ করতে পারবেন সাধারণ শিক্ষার্থীরা ও এমসিতে আগত বিভিন্ন পর্যটকরা।
ব্যতিক্রমী এ চমৎকার কাজটি করেছেন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল খালেক। বেশ কয়েকমাস আগেই কলেজের তথ্য অনুসন্ধান কেন্দ্রের পূর্ব পাশের ঢালু স্থানে ২২৫টি চা গাছের চারা রোপন করা হয়। গতকাল নতুন করে সংযোজন হয় কফি গাছের বেশ কয়েকটি চারা। জীব জন্তুর আক্রমণ থেকে রক্ষার পাওয়ার জন্য চা বাগানের সীমানা ঘিরে দেওয়া হয়েছে তারের বেড়া! দুটি সাইন বোর্ডে বড় বড় করে লেখা হয়েছে ‘চা বাগান’ ও ‘কফি বাগান’। চা ও কফি গাছের বৈজ্ঞানিক ও গোত্রের নাম সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে।
এই ধরনের বাগান হওয়ায় কলেজের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। স্নাতক সমাপনি বর্ষের ফাইনাল পরীক্ষার্থী বাশারুল ইসলাম বলেন, ‘তথ্য কেন্দ্রের সামন দিয়ে গেলে এক ধরনের আলাদা অনুভূতি কাজ করে এখন। চার পাশের পরিবেশটা কেমন জানি স্নিগ্ধ লাগে।’
গতকাল ক্যাম্পাসে সপরিবারে ঘুরতে আসছিলেন এক নবদম্পতি। তাঁরা কলেজের ভেতরে এরকম চা বাগান দেখে অবাক হন। তাঁরা বলেন, ‘ আমাদের জীবনের প্রথম দেখলাম কলেজের ভিতর এরকম সুন্দর বাগান। এরকম কাজের উদ্যোক্তা প্রশংসাার দাবিদার।
চা ও কফি বাগানের প্রধান উদ্যোক্তা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘সিলেট এম সি কলেজে বেড়াতে আসলে এখন থেকে চা ও কফির বাগানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কলেজে ২২৫টি চা গাছের চারা রোপনের মাধ্যমে একটি প্রদর্শনী চা বাগান তৈরি করা হয়েছে। ভবিষ্যতে আমরা আরো ব্যতিক্রমধর্মী কাজ করব।