বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে ৪ দিনেও নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি
নান্দাইলে ৪ দিনেও নিখোঁজ স্কুল ছাত্রীর সন্ধান মেলেনি
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (১১ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) ময়মনসিংহের নান্দাইলে চার দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী মোছা. শারমিন আক্তার (১০)র’ সন্ধান এখনো মেলেনি। এ ঘটনায় আজ ২৬ অক্টোবর নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি-নং-১১৪৮ তারিখ- ২৬ অক্টোবর ২০১৭) করেন নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা মো. সোহাগ মিয়া।
পরিবার সূত্রে জানা যায়,নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের পাঁচরুখী গ্রামের মো. সোহাগ মিয়ার শিশু কন্যা স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোছা. শারমিন আক্তার গত সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রের হবার পর থেকে গত ৪ দিনেও তার কোন সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ শারমিনের বাবা মো. সোহাগ মিয়া জানান, গত সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তার নিজ বাড়ি পাাঁচরুখী গ্রাম থেকে স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে মেয়েটি রের হবার পর থেকে গত চার দিনেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। আমাদের আত্নীয়-স্বজনসহ সকলের বাড়িতে খোঁজ নিয়েও সন্ধান করতে না পারায় মেয়েটির মা’সহ পরিবারের সদস্যরা চিন্তায় এখন শয্যাশায়ী। মেয়েটির গায়ের রং ফর্সা। হারানোর সময় তার পরনে ছিল একটি বেগুনী রংয়ের ফ্রক এবং গোলাপী রংয়ের সেলোয়ার। মেয়েটির কোন সন্ধান পাওয়া গেলে মোবাইল : ০১৯১০২০৯৫৮৫ ও ০১৭১৫৪৮২২২৫ নাম্বারে সেইসাথে গ্রাম - পাঁচরুখী, ইউনিয়ন - শেরপুর, ডাকঘর- পাঁচরুখী, উপজেলা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান।