শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে জগদ্বাত্রী পূজা উপলক্ষে নানান অায়োজন
রাঙ্গুনিয়াতে জগদ্বাত্রী পূজা উপলক্ষে নানান অায়োজন
মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৩মি.) রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ার সার্বজনীন শ্রী শ্রী রাধামাধব মন্দিরের বাৎসরিক মহোৎসব এবং জগদ্বাত্রী দেবীর পূজা ও প্রভুপাদ শ্রীল কানাই দাস গৌস্বামী মহারাজ এর ১৩ তম বার্ষিক তিরোভাব তিথি স্মরণ উপলক্ষে ৪ দিন ব্যাপী রাঙ্গুনিয়াতে নানান অনুষ্ঠানের অায়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি শুরু হবে ২৮ অক্টোবর শনিবার জগদ্বাত্রী দেবীর অধিবাস ২৯ অক্টোবর রবিবার নগর কীর্তন সকাল ৮ টায় জগদ্বাত্রী দেবীর পূজা ও ৯ টায় শ্রী শ্রী হরে কৃষ্ণ যুব সংঘের উদ্যোগে সি.বি.এস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,দুপুর ২ টায় শ্রী শ্রী হরে কৃষ্ণ যুব সংঘ সাংস্কৃতিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান,অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রীকান্ত চৌধুরী ও বিকাল ৫ টায় মহোৎসবের মহতী ধর্মসভা।
ধর্মীয় সভার উদ্ভোধক রাধামাধব মন্দিরের সভাপতি রতন দাশ গুপ্ত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অান্তজাতিক সংঘ ইউনেষ্কো উপদেষ্টা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিলন কান্তি শর্মা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক অসীম কুমার শীল।
প্রধান ধর্মীয় বক্তা হিসেবে থাকবেন শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা অজিত কুমার শীল। মুখ্য ধর্মীয় অালোচক থাকবেন দানবীর প্রকৌশলী তড়িৎ সেন। অালোকিত বক্তা হিসেবে থাকবেন সনাতনী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর সভাপতি যাদব কুমার বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দীপেন সাহা, রনজিত কুমার চৌধুরী, ডা.পুলক দে, বিধান রায় বিশ্বাস,মানিক চন্দ্র শীলদিলীপ দাশ,মোহাম্মদ জাহেদুর রহমান তালুকদার,বিভূতি ভূষন সেন ও মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন স্বপন কান্তি শীল।