শুক্রবার ● ২৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান
গাবতলীতে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান
বগুড়া প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মি.) দফায় দফায় বন্যায় বগুড়ার গাবতলী উপজেলায় ৭০ কোটি টাকার কৃষকের ক্ষতি সাধিত হয়েছে। এ বিপরিতে কৃষকদের পূর্নবাসনের জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় বরাদ্ধ দেওয়া হয়েছে প্রায় ৬৪লক্ষ টাকা মূল্যের সার ও বীজ।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, গাবতলীর ১১টি ইউনিয়ন’সহ পৌরসভা এলাকায় মোট প্রায় ৫হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে এর মধ্যে রোপা আমন, সবজি, বেগুন, কলা, পেপে, কুমড়া, শশা, করলা ও পোটল’সহ বিভিন্ন ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছিল। কাগইলে ২৯০হেক্টর, দক্ষিনপাড়ায় ৩শ হেক্টর, নেপালতলীতে ১ হাজার হেক্টর, সোনারায়ে ৫৫০ হেক্টর, রামেশ্বরপুরে ৩শ হেক্টর, নাড়–য়ামালায় ৪৫০ হেক্টর, গাবতলী সদরে ২৩০হেক্টর, নশিপুরে ৩৫০ হেক্টর, মহিষাবানে ৬শ হেক্টর, দুর্গাহাটায় ১হাজার ৫০হেক্টর, বালিয়াদিঘীতে ৭৩০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে।
এতে প্রায় ৭০ কোটি টাকা বন্যায় কৃষকদের ফসলের ক্ষতির তালিকা প্রেরন করা হলে এর বিপরিতে কৃষি অধিদপ্তর বন্যায় গাবতলীতে কৃষকদের পূর্নবাসন ও প্রনোদনা কর্মসূচীর আওতায় ১ম ও ২য় ধাপে প্রায় ৬৪ লক্ষ টাকার বীজ ও সার বরাদ্ধ প্রদান করেছে। ১ম ধাপে ২ হাজার ৫জন (প্রতিজন ১ বিঘা জমি) এর মধ্যে সরিষা ১ হাজার ৬৭০ জন, গম বীজ ৫শ জন, মাসকালাই ১৬০ জন, ভূষ্টা ৬২৫ জন, মুগডাল ৯৫ জন, বিটিবেগুন ৫ জনকে ৩২ লক্ষ টাকা এবং ২য় ধাপে সরিষা ৩৫০ জন, ভূষ্টা ১শ জন, বোরোধান ৫শ জনকে প্রায় ৩২লক্ষ টাকা মোট ৬৪ লক্ষ টাকার বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ২০১৭-১৮ অর্থ বছরে বীজ ও সার বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ উদ্বোধন করেছেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন ও গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এর ধারাবাহিকতায় ২হাজার ৫জন কৃষকদের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ২০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার দেয়া হয়। গাবতলী উপজেলা কৃষি অধিদপ্তর থেকে প্রতিটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের গতকাল বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হচ্ছে। এতে করে কৃষক তাদের বন্যায় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, এ বছরে উপজেলা পর্যায়ে গাবতলীতে সবচেয়ে বেশী বরাদ্ধ পাওয়া গেছে। এতে কৃষকদের ফসলের ক্ষতির দুরচিন্তা থেকে বাঁচতে ও আগামীদিনে ফসল উৎপাদনের জন্য প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সার ও বীজ প্রদান করা হয়েছে। এতে কৃষক বন্যায় ফসলের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়ক হবে।
উল্লেখ্য যে, এ মৌসুমে উপজেলাতে আমনধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৫হাজার ১শ হেক্টর জমিতে। ইতিমধ্যে অর্জিত লক্ষ্যমাত্রা হয়েছে ১৪হাজার ৫শত হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৫২হাজার ৮শ ৫০মেট্রিক টন (চাল)। গাবতলী কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশা করছেন এবছরে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।